TRENDING:

পেশাদার ঘুমন্ত চাই! উৎকৃষ্ট মানের নিদ্রায় দীর্ঘ ক্ষণ ঘুমোলেই পাবেন লোভনীয় চাকরি

Last Updated:

Sleeping Quality : চাকরির শর্ত হিসেবে তারা চেয়েছে এমন চাকরিপ্রার্থী যাঁরা যে কোনও পরিস্থিতিতে প্রচুর ঘুমোতে পারেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘুমের গুণমান হতে হবে ব্যতিক্রমী ও অত্যন্ত উৎকৃষ্ট৷ এটাই শর্ত চাকরির৷ শর্ত রেখেছে এক মার্কিন ম্যাট্রেস প্রস্তুতকারী সংস্থা৷ তারা পেশাদার ঘুমন্ত খুঁজছে নিজেদের সংস্থার জন্য৷ নিউইয়র্কের ওই সংস্থার নাম ‘ক্যাসপার স্লিপার্স’৷ তারা ম্যাট্রেস তৈরি করে ৷ তাদের সংস্থায় চাকরির শর্ত হিসেবে তারা চেয়েছে এমন চাকরিপ্রার্থী যাঁরা যে কোনও পরিস্থিতিতে প্রচুর ঘুমোতে পারেন৷
ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে
ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে
advertisement

সংস্থার চাকরি সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে ‘‘আমাদের দোকানে ঘুমোন৷ বাইরের জগতে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ঘুমোন ৷ বিরল ঘটনায় যদি আপনি একান্তই না ঘুমোন, তাহলে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিন অন্যদের সঙ্গে৷’’ অর্থাৎ শুধু ঘুমলোই চলবে না ৷ ঘুম নিয়ে দেদার আলোচনাও করতে হবে ৷ সংস্থার জন্য ঘুমোলে মিলবে পারিশ্রমিকও৷ দরকারে পায়জামা পরনেও যাওয়া যাবে কর্মস্থলে৷ বিনামূল্যে ব্যবহার করা যাবে সংস্থার জিনিস ৷ কাজ করতে পারবেন আংশিক সময়ের জন্যও৷

advertisement

আরও পড়ুন :  নিয়মিত যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার উপকারিতা বহু, জেনে নিন এখনই

আগ্রহীরা আবেদন করতে পারবেন ১১ অগাস্ট পর্যন্ত ৷ উৎসাহীরা তাঁদের ঘুমনোর দক্ষতা শেয়ার করতে পারেন টিক টক-এও৷ পাশাপাশি আরও এক লোভনীয় চাকরির সুযোগের কথা এখন ভাইরাল ৷ কানাডার এক সংস্থা খুঁজছে ‘চিফ ক্যান্ডি অফিসার’৷ মনোনীত কর্মীকে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার ক্যান্ডি টেস্ট করে দেখতে হবে ৷ মতামত দিতে হবে স্বাদ নিয়ে ৷ তাঁদের মতামতের উপর নির্ভর করেই নতুন স্বাদের ক্যান্ডি আসবে বাজারে ৷

advertisement

আরও পড়ুন : গরমমশলার কৌটোয় দারচিনি আছে তো! সব সমস্যা দূর করে চুল ভাল রাখতেও এই মশলা অতুলনীয়

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

ক্যান্ডি ফানহাউস নামে ওই সংস্থার বক্তব্য এই চাকরির জন্য মিষ্টি জাতীয় খাবারের প্রতি অফুরন্ত উৎসাহ ও আগ্রহ থাকতে হবে ৷ এই পদের জন্য ৫ বছরের বেশি যে কোনও বয়সের মানুষ আবেদন করতে পারবেন ৷ দরকার নেই পূর্ব অভিজ্ঞতারও৷ আবেদন করা যাবে ৩১ অগাস্ট পর্যন্ত ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেশাদার ঘুমন্ত চাই! উৎকৃষ্ট মানের নিদ্রায় দীর্ঘ ক্ষণ ঘুমোলেই পাবেন লোভনীয় চাকরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল