অনেক সময় সাধারণ সর্দি-কাশি থেকেও এমন হয়। এ ছাড়া কানে ময়লা থেকেও ব্যথা হয়। কোনও ধরনের সংক্রমণও ব্যথার কারণ হতে পারে। কানে ব্যথা হলে, প্রথমেই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভাল। তবে কিছু ঘরোয়া উপায়েও কানে ব্যথা উপশম করা যেতে পারে।
আরও পড়ুন: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন
advertisement
অলিভ অয়েল—
অলিভ অয়েল সামান্য গরম করে কানে লাগিয়ে দেওয়া যেতে পারে। এতে খানিকটা আরাম মিলতেও পারে। তবে মনে রাখতে হবে, অলিভ অয়েল গরম করে লাগালে কানের ব্যথা কমে, এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
রসুন এবং তিলের তেল—
রসুনের মধ্যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে। এগুলি কানের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এজন্য একটি রসুনের কয়েকটি লবঙ্গ ভাল ভাবে পিষে নিতে হবে, তারপর তা তিলের তেলে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট ফুটিয়ে বাদামি রঙ ধরলে নামিয়ে নিতে হবে। ছেঁকে নিয়ে তেল ঠান্ডা হতে দিতে হবে। হালকা গরম অবস্থায় কানে লাগানো যেতে পারে।
পেঁয়াজের রস—
পেঁয়াজ কানের ব্যথা থেকে মুক্তি দিতে পারে বলে মনে করা হয়। পেঁয়াজ ভাল করে কুঁচিয়ে ১ চা চামচ রস বের করে নিতে হবে। তারপর তা গরম করে দুই থেকে চার ফোঁটা কানে দিলে কানের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে।
গরম ভাপ—
উপরের সমস্ত উপায়গুলিই চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। কারণ কানের ভিতরে বাইরে থেকে কোনও কিছু প্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সেক্ষেত্রে সব থেকে নিরাপদ উপায় হতে পারে কানে ঠান্ডা এবং গরম কম্প্রেস করা। ঠান্ডা-গরম ভাপ দিলে অনেক সময়ই কানের ব্যথা কমে যায়।
চুইংগাম—
অনেক সময় পাহাড় বা উচ্চ অক্ষাংশের কারণে বাতাসের চাপে কানে ব্যথা হতে পারে। এই সময় দারুন কাজ দিতে পারে চিউইংগাম। খানিকক্ষণ চিউইংগাম চিবিয়ে নিলে বাতাসের চাপের কারণে হওয়া কানের ব্যথা কমতে পারে।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F