৭৫ বছরে ‘বারুইপুর ফুলতলা’র পুজোর বিশেষ চমক তামিলনাড়ুর ১১০ ফুট উঁচু শিবপুরম মন্দির। বছরের এই পাঁচটা দিন যে যতই দূরে থাকুক না কেন, ঘরে ফেরে। পরিবার, আত্মীয়, বন্ধুরা মিলে মিলনোৎসবে মেতে ওঠে। এই দিনগুলোর জন্য তাই বছরভরের অপেক্ষা। ‘বারুইপুর ফুলতলা’র দুর্গা পুজো কমিটির দুর্গা পূজা ৭৫ বছরে পদার্পণ করল। প্রতি বছরই এই পুজোয় দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। তবে এ’বছর ৭৫ বছরে বাড়তি চমক।
advertisement
পুজো কমিটির উদ্যোক্তারা বলেন, ১১০ ফুট উঁচু তামিলনাড়ুর শিবপুরম মন্দির দেখতে বহু দর্শণার্থী আসবে। পুজো উপলক্ষে পাঁচ দিন বিভিন্নরকম দোকান বসে, মিলন মেলা তৈরি হয়। প্যান্ডেলে বাসের উপর জরির সুতো দিয়ে নকশা। প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্র পাল। এছাড়া চন্দননগরের আলোকসজ্জায় থাকছে বিপুল চমক।
 advertisement    
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 10:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: প্ল্যাটিনাম জুবিলিতে বিশাল চমক,৩ হাজার বছরের প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ 'বারুইপুর ফুলতলা'য়
