TRENDING:

Durga Puja Special: 'হাই নেক' ব্লাউজের সঙ্গে কেমন গয়না বাছবেন ? রইল পুজোয় স্টাইলিংয়ের সেরা ৫ টিপস

Last Updated:

Durga Puja Special: গয়না ছাড়া সাজগোজ অসম্পূর্ণ! তবে আউটফিটের নেকলাইনের সঙ্গে অনেকসময় অনেক গয়না খাপ খায় না! ইদানীং ফ্যাশনে 'ইন' হাই নেক ব্লাউজ! কিন্তু এই ধরণের ব্লাউজের সঙ্গে কেমন গয়না পরবেন? রইল ফ্যাশন গাইড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গয়না ছাড়া সাজগোজ অসম্পূর্ণ! তবে আউটফিটের নেকলাইনের সঙ্গে অনেকসময় অনেক গয়না খাপ খায় না! ইদানীং ফ্যাশনে ‘ইন’ হাই নেক ব্লাউজ! কিন্তু এই ধরণের ব্লাউজের সঙ্গে কেমন গয়না পরবেন?
5 ways to style jewellery with a high neckline blouse
5 ways to style jewellery with a high neckline blouse
advertisement

ছিমছাম অথচ গ্ল্যামারাস লুকের জন্য চোকার: হাই নেকলাইন ব্লাউজ কিংবা টপের সঙ্গে ভারী  নেকলেস না পরে বেছে নিন ছিমছাম কলার অথবা চোকার নেকলেস। নেকলেসটিকে এমন হতে হবে, যাতে সেটি ব্লাউজের নেকলাইনের উপর সঠিক ভাবে বসে যায়। সাধারণ অথবা মোনোটোন শেডের ব্লাউজের সঙ্গেও কিন্তু চোকার ভাল মানায়।

advertisement

চোকার

স্লিক নেকলেস ডিজাইন: কেউ যদি বোট নেক অথবা অ্যানি-কাট নেকলাইনের ব্লাউজ পরেন, তাহলে স্লিক এবং ছিমছাম ডিজাইনের গয়না বেছে নিতে হবে। হাই নেকলাইনের ব্লাউজ অথবা টপের জন্য কখনওই লেয়ার্ড অথবা চাঙ্কি জ্যুয়েলারি বাছবেন না। সেই সঙ্গে লম্বা এবং ভারী নেকপিসও এড়িয়ে চলুন।

advertisement

স্লিক নেকলেস

নেকলেসের জায়গায় কানের দুল: হাই নেকলাইন ব্লাউজের সঙ্গে নেকলেসের জায়গায় স্টেটমেন্ট দুল বেছে নিন। কারণ, হাই নেকের ব্লাউজ কলার বোন ঢেকে রাখে। তাই জমকালো নেকপিস বেমানান। বরং চাঁদবালি, ঝুমকা অথবা স্ট্রাকচার্ড হুপস বেছে নিতে পারেন।

advertisement

নেকলেসের জায়গায় বড় কানের দুল

চুড়ি আর জমকালো কাফস: অতিরিক্ত গয়না পরতে না চাইলে হাই নেকলাইন ব্লাউজের সঙ্গে বেছে নিন ছোট দুল। বরং হাতে পরুন একগুচ্ছ চুড়ি অথবা স্টেটমেন্ট কাফস।

মাঙ্গ টিকার জৌলুস: হাই নেকলাইন ব্লাউজের সঙ্গে সুন্দর এবং আভিজাত্যে ভরা লুক চাইলে বেছে নিতে হবে একটি ছিমছাম স্লিক মাঙ্গ টিকা। পাশাপাশি এম্বেলিশড ক্লিপ অথবা স্লিপ পাশা-ও পরতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Special: 'হাই নেক' ব্লাউজের সঙ্গে কেমন গয়না বাছবেন ? রইল পুজোয় স্টাইলিংয়ের সেরা ৫ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল