TRENDING:

Durga Puja 2021 | Veg Biriyani: পেট ও মন ভরাতে এই সুস্বাদু নিরামিষ বিরিয়ানি খান, স্বাদে কোনও অংশে কম না!

Last Updated:

এই নিরামিষ রান্না কিন্তু অনেক বনেদিবাড়িতে দেবীর অন্নভোগ হিসেবেও ব্যবহার করা হয় (Durga Puja 2021 | Veg Biriyani)। যেমন, বৌবাজারের মতিলালবাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর দিনগুলিতে খাওয়াদাওয়ার উপরে বেশি গুরুত্ব দিতে পছন্দ করেন না অনেকেই। অন্তত, বাড়িতে এলাহি পদ রান্না না করে অনেকেই বাইরের নানা জায়গায় ঘুরে ঘুরে নতুন স্বাদ আস্বাদে আগ্রহী হন (Durga Puja 2021 | Veg Biriyani)। তবে করোনার এই কালবেলায় বাইরে বেরিয়ে কতটা খাবার চেখে দেখা যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই বাড়িতে প্রতিদিনের রান্নাকে একটু বিশেষ ছোঁয়া পুজোর দিনগুলিতে দিতেই পারেন। আর সেই বিশেষ রান্না যে সব সময় আমিষেই হবে, তা কিন্তু নয়। বরং, নিরামিষ খাবারেও বাজিমাত করতে পারেন (Durga Puja 2021 | Veg Biriyani)। নিরামিষ বিরিয়ানি বানিয়ে সকলকে খাওয়ান ও চমকে দিন। রইল রেসিপি। এই নিরামিষ রান্না কিন্তু অনেক বনেদিবাড়িতে দেবীর অন্নভোগ হিসেবেও ব্যবহার করা হয় (Durga Puja 2021 | Veg Biriyani)। যেমন, বৌবাজারের মতিলালবাড়ি।
পেট ও মন ভরাতে এই সুস্বাদু নিরামিষ বিরিয়ানি খান, দেবীর বিশেষ অন্নভোগও এটি!
পেট ও মন ভরাতে এই সুস্বাদু নিরামিষ বিরিয়ানি খান, দেবীর বিশেষ অন্নভোগও এটি!
advertisement

বৌবাজারের মতিলালবাড়ির পুজোয় বিশেষ অন্নভোগের আয়োজন করা হয়। প্রতিপদ থেকে দশমী পর্যন্ত দেবী দুর্গাকে নানা ধরনের অন্নভোগ দেওয়া হয়। তালিকায় রয়েছে ভাত, খিচুড়ি, পোলাও, ফ্রায়েডরাইস, ঘি-ভাত। তরিতরকারির মধ্যে শুক্তো, ডাল, পাঁচরকম ভাজা, অন্তত চারটি করে পদ থাকে। কপির ডালনা, ছানার কোপ্তা, ধোঁকার ডালনা, বাঁধাকপি, লাউ ও চালকুমড়োর ঘণ্ট, পাঁপড়ের ডালনা। আর থাকে চাটনি, পায়েস ও দু'তিন রকমের মিষ্টি। দশমীতে পান্তা ভাত, খিচুড়ি, ডাল, কয়েকটি তরকারির পদ। চাটনির রকমফের হয় জলপাই, আমষি, কাঁচাতেঁতুল অথবা ক্যাপসিকাম দিয়ে। মিষ্টিমুখ অবশ্যই। সবশেষে থাকে পান।

advertisement

আরও পড়ুন: পুজোয় মিষ্টিমুখ মাস্ট, চেখে দেখুন মিষ্টি ছাড়া রসগোল্লা!

অনেকেই বলেন বিরিয়ানি আবার কখনও নিরামিষ হয় নাকি? কিন্তু মতিলালবাড়ির বিশেষ এই অন্নভোগ কিন্তু হার মানাবে চেনা মাংসের বিরিয়ানিকেও। এক ঝলকে রেসিপি জেনে নিন। পুজোর যে কোনও দিন ঘরেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ।

উপকরণ

• বাসমতি চাল • মাঝারি সাইজের আলু • পনির (বড় বড় টুকরো করে কাটা) • কাজুবাদাম • সা-জিরে • সা-মরিচ • জয়িত্রি • জায়ফল গুঁড়ো

advertisement

• কাশ্মিরী লঙ্কাগুঁড়ো • স্বাদমতো নুন, কেওড়াজল, গোলাপজল, মিঠে আতর • আন্দাজমতো সাদা তেল ও ঘি

প্রণালী

• সামান্য দুধে জাফরান ভিজিয়ে তার সঙ্গে মেশাতে হবে কেওড়াজল, গোলাপজল, মিঠে আতর।

• বাসমতি চাল ধুয়ে, জল ঝরিয়ে নিতে হবে।

• সাদা তেলে গোটা গরমমশলা ফোড়ন দিন।

• পনিরের টুকরোগুলো হাল্কা আঁচে সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিন।

advertisement

• আলু সেদ্ধ করে দু’ টুকরো করে কেটে হাল্কা আঁচে ভেজে নিন।

• এ বার তেলে সা-জিরে, সা-মরিচ, জয়িত্রি, জায়ফলগুঁড়ো, সামান্য কাশ্মিরী লঙ্কাগুঁড়ো

দিয়ে তার সঙ্গে চাল দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে।

• পরিমাণ মতো নুন দিতে হবে।

• এবার যত পরিমাণ চাল, তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে ফুটতে দিতে হবে।

advertisement

• ফুটে চাল ও জল সমান হলে আলু ও পনির মেশাতে হবে।

• এর পর জাফরানের মিশ্রণ ঢেলে দিন।

• ঘি ও কাজুবাদাম ছড়িয়ে গ্যাসের আঁচ নিভিয়ে দিন।

• পাত্রের মুখ ভাল করে বন্ধ করে ঢাকার ওপরে ভারী কিছু দিয়ে রেখে দিন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আরও পড়ুন: ভোগের খিচুড়ি ছাড়া পুজো হয় নাকি? শিখুন বনেদিবাড়ির আসল রেসিপি

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021 | Veg Biriyani: পেট ও মন ভরাতে এই সুস্বাদু নিরামিষ বিরিয়ানি খান, স্বাদে কোনও অংশে কম না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল