TRENDING:

Durga Puja: রাজগঞ্জ ব্লকের শিকারপুরে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন রূপে

Last Updated:

প্রায় ৫৬ বছর ধরে মন্থনীমাতার মন্দিরে দুর্গার পৃথক বিগ্রহ স্থাপন করে একইসঙ্গে দুর্গা ও মন্থনীমাতার পূজা চলে আসছিল। তবে এবারে ভাঙছে সেই দীর্ঘ প্রথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জলপাইগুড়ির বেলাকোবার মন্থনীপাড়ায় দুর্গাপুজোর ভিন্ন ছবি। এখানে দেবী দুর্গা মহিষাসুরমর্দ্দিনী রূপে পূজিত হন না, পূজিত হন দেবী চৌধুরাণী রূপে। স্থানীয়দের বিশ্বাস, মন্থনীমাতা আসলে বাংলাদেশের রংপুরের মন্থনা এস্টেটের জমিদার জয়দুর্গা দেবী চৌধুরাণী। ইংরেজ শাসনকালে প্রজাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন মানুষের আশ্রয়স্থল। সেই থেকেই তাঁকে মহীয়সী নারী হিসেবে পুজো করা হয়।
advertisement

প্রায় ৫৬ বছর ধরে মন্থনীমাতার মন্দিরে দুর্গার পৃথক বিগ্রহ স্থাপন করে একইসঙ্গে দুর্গা ও মন্থনীমাতার পূজা চলে আসছিল। তবে এবারে ভাঙছে সেই দীর্ঘ প্রথা। দুর্গাপুজোকে সর্বজনীন রূপ দিতে মন্দির প্রাঙ্গণের পরিবর্তে, বাইরে হাটের ফাঁকা জমিতে নির্মিত মণ্ডপে হবে দুর্গাপুজো। তবে মন্দিরে নিত্যপূজিতা থাকবেন মন্থনীমাতা। এলাকার প্রবীণরা জানান, দেবী চৌধুরাণীর নামের সঙ্গেই  যুক্ত জয়দুর্গা। তাই দুর্গার সঙ্গে তাঁর আরাধনা যুগ যুগ ধরে চলে আসছে। তবে এবার গ্রামের মানুষের ইচ্ছেতেই আলাদা দুর্গামণ্ডপের আয়োজন করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী এবারও দুর্গাপুজোর সূচনা হবে মন্থনীমাতার পূজার মাধ্যমে। এরপর গ্রামঠাকুর ও হরিমন্দিরে পূজা সমাপন করে আলাদা মণ্ডপে শুরু হবে দুর্গার পূজা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: রাজগঞ্জ ব্লকের শিকারপুরে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন রূপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল