পুজো আসতে আর দিন কয়েক বাকি। জেলাজুড়ে ব্যস্ততা তুঙ্গে। আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রায় ২৫০ বছরের প্রাচীন। সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো। পূর্বে অবিভক্ত বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু করেছিলেন অনুপ নারায়ণ চৌধুরী। এর পর বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংহে চলে যায় চৌধুরী পরিবার। কাঁঠালগ্রামে ফের শুরু হয় পুজো। তার পর সেখান থেকে আলিপুরদুয়ারে চলে আসেন তরুণ, নবীন চৌধুরীরা। তরুণ চৌধুরী জানান, “ঠাকুরদালান পরিস্কারের কাজ চলছে। নিয়ম অনুযায়ী বাড়িতেই দুর্গামূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। মহালয়ার সময় চক্ষুদান করা হয় দেবীর। বিদেশ থেকে আত্মীয়-পরিজনেরা সেদিন প্রবেশ করবেন বাড়িতে।”
advertisement
নবীন চৌধুরী জানান, ” বহু বছরের পুরনো কাঠামো পুজো করে দেবীর মূর্তি তৈরির কাজ শুরু হয়।নিয়ম, উপাচার মেনে আমরা পুজো করি। ময়নমনসিংহ থেকে ১৯৫০ সালে চৌধুরীরা চলে আসেন। আলিপুরদুয়ারে ১৯৫০ সাল থেকে পুজো হয়ে আসছে। অষ্টমীর দিন দুর্গামণ্ডপে কালীপুজো করা হয় যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এই পুজোয় সামিল হতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সস্ত্রীক এসেছিলেন আলিপুরদুয়ারে। চৌধুরী পরিবারের অনেক সদস্য দেশে ও বিদেশে কর্মরত । কলকাতা,দিল্লি ও অস্ট্রেলিয়ায় রয়েছে পরিবারের সদস্যরা। পুজোর সময় সবাই মিলিত হন।”