TRENDING:

পুজোর দিনেও কয়েকটা নিয়ম মানলেই দ্রুত ঝরবে ওজন, চোখ ফেরাতে পারবে না মনের মানুষ

Last Updated:

কোন পাঁচ টিপস মেনে চললে পুজোর পাঁচ দিন ওজন কমাতে সাহায্য হবে জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের মরশুমের ছুটির ঘণ্টা প্রায় বেজে গিয়েছে। আর উৎসব মানেই পরিবার, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে রকমারি খাওয়া-দাওয়া। কখনও অফিসের সহকর্মীদের সঙ্গে, কখনও স্কুল-কলেজের রিইউনিয়ন কিংবা আবার পরিবারের সঙ্গে পার্টিতে ফিটনেস তথা স্বাস্থ্যের কথা কারই বা মনে থাকে!
পুজোর দিনেও ঝরবে ওজন!
পুজোর দিনেও ঝরবে ওজন!
advertisement

তাই এই সময়ে ওজন কমানো বা বাগে রাখা বেশ কষ্টসাধ্য তো বটেই। তবে কিছু সহজ উপায় মেনে চললে সহজেই বাড়তি মেদ ঝরাতে পারব আমরা। যার মধ্যে রয়েছে সুগারযুক্ত পানীয় এবং ফ্যাটি খাবার না খাওয়া, ঘন ঘন অল্প খাবার খাওয়া, প্রচুর জল খাওয়া, রাতে দেরিতে খাওয়া এড়ানো, ক্র‍্যাশ ডায়েট না করা, বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়া। পাশাপাশি ওজন কমানোর আরও কিছু অন্য ধরনের উপায় রয়েছে, তবে তা শর্টকাট পন্থা নয়। অবশ্যই সঠিক উপায়ে ওজন কমানো উচিত। তাহলে কোন পাঁচ টিপস মেনে চললে পুজোর পাঁচ দিন ওজন কমাতে সাহায্য হবে জেনে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন: নোরা ফতেহির শরীর চাপা ড্রেস-ফ্যাশনে কুপোকাত ভক্তরা, ছবি সব ভাইরাল

পর্যাপ্ত ঘুম

প্রথমত ওজন নিয়ন্ত্রণের জন্য ঘুম খুবই প্রয়োজনীয়। কারণ শরীর পর্যাপ্ত বিশ্রাম পেলে অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক কমবে এবং কাজের শক্তি পাবে।

স্বাস্থ্যকর ডায়েট

ওজন কমাতে হলে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। অর্থাৎ অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড অবশ্যই এড়িতে চলতে হবে। পরিবর্তে বেশি ফল, সবজি এবং চর্বিহীন প্রোটিন খেতে হবে। সাধারণ এবং স্বাস্থ্যকর খাবার খেলেই ওজন ঝরানো অনেক সহজ হবে।

advertisement

আরও পড়ুন: চতুর্থীতেই জনজোয়ারের সম্ভাবনা, ভিড় সামলাতে বিশেষ ভাবনা কলকাতা পুলিশের

অধৈর্য হলে চলবে না

ওজন কমাতে নির্দিষ্ট সময় লাগে৷ তাই তড়িঘড়ি ফল না পেলে ধৈর্য হারালে চলবে না। রাতারাতি আমরা ওজন কমানোর ফল নাও পেতে পারি, কিন্তু যদি সহজেই হাল ছেড়ে দিই তাহলে কখনওই লক্ষ্যে পৌঁছতে পারব না।

advertisement

নিয়মিত এক্সারসাইজ করতে হবে

ডায়েটের সঙ্গে সঙ্গে ওজন কমাতে এক্সারসাইজও খুবই জরুরি। কারণ এক্সারসাইজ শুধুই ওজন কমাতে নয়, টোনড বডি পেতে সাহায্য করে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি হয়।

বিশেষজ্ঞের পরামর্শ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ওজন কমানোর মনস্থির করলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত৷ এর ফলে আমরা একজন বিশেষজ্ঞের ততত্ত্বাবধানে সঠিক ডায়েট এবং প্রয়োজনে সাপ্লিমেন্টের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর দিনেও কয়েকটা নিয়ম মানলেই দ্রুত ঝরবে ওজন, চোখ ফেরাতে পারবে না মনের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল