TRENDING:

বর্ষার ডুয়ার্স অপরূপ, এরই মাঝে দামাল নদীতে বিরাট আয়োজন! ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে বাড়তি পাওনা

Last Updated:

বর্ষাকালে সেজে ওঠে ডুয়ার্স এলাকার প্রকৃতি। যেদিকে চোখ যায় সেদিক সবুজ রঙ চোখে পড়ে, মেলে এক প্রশান্তি। বর্ষায় ডুয়ার্স এলাকার পর্যটনকে তুলে ধরার চেষ্টা শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, অনন্যা দে: বর্ষাকালে সেজে ওঠে ডুয়ার্স এলাকার প্রকৃতি। যেদিকে চোখ যায় সেদিক সবুজ রঙ চোখে পড়ে, মেলে এক প্রশান্তি। বর্ষায় ডুয়ার্স এলাকার পর্যটনকে তুলে ধরার চেষ্টা শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। চলছে ফালাকাটায় ডুয়ার্স মনসুন ফেস্টিভ্যাল।
advertisement

রয়েছে পর্যটনের বিকাশ ছাড়া নানা উদ্দেশ্য।

যুবদের খেলার প্রতি আকৃষ্ট করতে ফালাকাটায় পাঁচ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং সাইকেল রেসিং প্রতিযোগিতার সঙ্গে রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা l এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন ভারত-নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী দেশের খেলোয়াড়রা l বর্ষায় ডুয়ার্সের পর্যটন আরও মন মুগ্ধকর হয়ে ওঠে এবং এই বর্ষাকে উদযাপন করতে, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উৎসবের আয়োজন বলে জানান পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু।

advertisement

আরও পড়ুন: প্যাচপ্যাচে গরমেও আর কষ্ট নয়! এবার AC অ্যাম্বুল্যান্স, প্রসূতিদের দুর্দান্ত পরিষেবা বারুইপুরে, জানুন বুকিং পদ্ধতি

View More

তিনি জানান, “পর্যটন বিকাশের সঙ্গে বিভিন্ন কার্যকলাপ থাকলে যুবকরা আকৃষ্ট হয়।তার জন্য রেস, সাইকেলিং, নৌকা বাইচ অনুষ্ঠান রাখা হয়েছে। আলিপুরদুয়ারের পর্যটনে যুবকরা এগিয়ে আসুক, চাই আমরা।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফালাকাটার মুজনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার মোট ১৬ টি দল এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফালাকাটার মুজনাই নদী একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। এর মধ্য দিয়েই জন সাধারণ নৌকা করে যাতায়াত করতেন। বর্তমানে তা হারিয়ে গিয়েছে। আবার সেটিকে মানুষের সামনে তুলে ধরতেই এই নৌকা বাইচ প্রতিযোগিতা বলে জানান পর্যটন ব্যবসায়ীরা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বর্ষার ডুয়ার্স অপরূপ, এরই মাঝে দামাল নদীতে বিরাট আয়োজন! ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে বাড়তি পাওনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল