TRENDING:

মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছেন! মুক্তি মিলবে ঘরোয়া টোটকায়

Last Updated:

আজকের ব্যস্ত আর স্ট্রেসফুল জীবনে মাইগ্রেনের সমস্যা ক্রমশ বাড়ছে৷ ওষুধ খেয়ে সাময়িক কমলেও যন্ত্রণা আবার ফিরে আসে ৷ তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন ওষুধের প্রয়োজন নেই, আপনার রান্নাঘরের খুব সাধারণ জিনিসই মুক্তি দেবে মাইগ্রেন থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাইগ্রেনের তীব্র যন্ত্রণার শিকার বহু মানুষ৷ আজকের ব্যস্ত আর স্ট্রেসফুল জীবনে এই সমস্যা ক্রমশ বাড়ছে৷ ২০১৯ এর একটি সমীক্ষার ফল অনুযায়ী সারা ভারতে প্রায় ২১৩ মিলিয়ান দেশবাসী মাইগ্রেনের তীব্র যন্ত্রণার শিকার৷ তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন ওষুধের পাশাপাশি আপনার রান্নাঘরের খুব সাধারণ জিনিসই মুক্তি দেবে মাইগ্রেন থেকে৷
advertisement

আরও পড়ুন: মারাত্মক এই ক্ষতিগুলো এড়াতে এখনই বন্ধ করুন পাকা চুল টেনে তোলার বদ অভ্যাস

এই অসহ্য মাইগ্রেন থেকেই মুক্তির উপায় বাতলে দিচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ ভাবসার৷ তিনি জানাচ্ছেন‘‘মাইগ্রেনের জন্য একটার পর একটা ওষুধ খাওয়া বন্ধ করুন এবং আপনার রান্নাঘরে থাকা এই আয়ুর্বেদিক মাইগ্রেন নিরাময়কারী গুলি ব্যবহার করুন’’৷

advertisement

নীচের ঘরোয়া টোটকাগুলি আপনাকে মাইগ্রেন থেকে মুক্তি দিতে পারে

ভেজানো কিশমিস

আয়ুর্বেদশাস্ত্রনানুযায়ী মাইগ্রেনের সমস্যার মূলে রয়েছে আমাদের শরীরের বাত ও পিত্তের ভারসাম্য নষ্ট হওয়া৷ডঃ ভাবসার বলছেন, ১০-১৫ টি কিশমিস রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খান৷ যদি এক নাগাড়ে ১২ সপ্তাহ ধরে ভেজানো কিশমিস খাওয়া যায় তবে দেহের বায়ু-দোষ , পিত্ত দোষ কমে৷ ফলস্বরূপ কমবে মাইগ্রেনও৷ আয়রন, পটাশিয়ামে ভরপুর কিশমিস মাইগ্রেন থেকে আসা অ্যাসিডিটি, মাথাব্যথা কে নিয়ন্ত্রনও করে৷

advertisement

আরও পড়ুন: উচ্চ রক্তচাপের সমস্যায় কম সোডিয়াম যুক্ত লবণ কি আদৌ নিরাপদ? জেনে নিন

জিরে আর এলাচ মেশানো চা খান

দুপুরে বা রাতে খাওয়ার ১ ঘন্টা পর এই চা খান৷ বানানোও খুব সহজ৷ হাফ গ্লাস জলে এক চামচ জিরে এবং ১ টি এলাচ দিয়ে মিনিট তিনেক ফোটান৷ ব্যাস আপনার মাইগ্রেন প্রতিরোধকারী চা তৈরি৷ মাথাব্যথা, স্ট্রেস থেকে অসম্ভব আরাম দেয় এই হার্বাল চা৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ জিরে আর এলাচের চা  মাথা যন্ত্রণা থেকে তো উপশম দেবেই তার সঙ্গে  আপনার রাতে ঘুমও ভাল হবে৷

advertisement

মাইগ্রেনে মুক্তি দেবে খাঁটি ঘি

আয়ুর্বেদ অনুসারে, "শরীর ও মনে অতিরিক্ত পিত্তের ভারসাম্য বজায় রাখতে ঘি ছাড়া আর কিছুই ভালো কাজ করে না।" ডঃ ভাবসারের পরামর্শ ভাতে বা রুটিতে এক চামচ ঘি যোগ করুন আর মাইগ্রেনকে দূরে রাখুন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘরোয়া টেটকা থেকে সাময়িক মুক্তি মিললেও মাইগ্রেনের সমস্যায়  অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছেন! মুক্তি মিলবে ঘরোয়া টোটকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল