TRENDING:

Diwali Decoration: দীপাবলি হোক পরিবেশবান্ধব...! কম বাজেটেই সাজান স্বপ্নের ঘর, রইল অন্দরসজ্জার ইউনিক টিপস

Last Updated:

Diwali Decoration: এই দীপাবলিতে নিজেদের ঘরকে একটি বিলাসবহুল চেহারা দেওয়া উচিত। এই সময়ে বাড়িতে অতিথির আনাগোনা হবেই, ঘর একটু ভালভাবে না রাখলে চলে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপাবলি জীবনের আনন্দের প্রতীক। এই উপলক্ষ্যে লোকেরা তাদের ঘরগুলিকে প্রদীপ ও আকর্ষণীয় সাজসজ্জার সামগ্রী দিয়ে সাজায়। দর্শনশাস্ত্র বলে, এই প্রদীপ আসলে আমাদের সত্ত্বার প্রতীক। মাটি আর জল দিয়ে তৈরি তার কায়া মানুষের শরীরের স্বরূপ, শিখা প্রাণশক্তি। ফলে, এই বিশেষ উপলক্ষ্যে কীভাবে নিজেদের বাড়িকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা যায়, কীভাবে জীবনের উদযাপন হয় বর্ণময়, তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। এই সমস্যার সমাধান করার জন্য আমরা বলছি কীভাবে এই দীপাবলিতে নিজেদের ঘর সাজানো যেতে পারে মাটির সাজসজ্জার সামগ্রী দিয়ে। এই দীপাবলিতে নিজেদের ঘরকে একটি বিলাসবহুল চেহারা দেওয়া উচিত। এই সময়ে বাড়িতে অতিথির আনাগোনা হবেই, ঘর একটু ভালভাবে না রাখলে চলে! এক নজরে দেখে নেওয়া যাক আকর্ষণীয় সাজসজ্জার আইটেম কোথায় পাওয়া যায়।
এই দীপাবলি হোক পরিবেশবান্ধব
এই দীপাবলি হোক পরিবেশবান্ধব
advertisement

দীপাবলির সময় মাটির তৈরি প্রদীপের চাহিদা থাকে প্রচুর। মাটির কলস, গায়ে গণেশ খোদাই করা পাত্র এবং ভগবান সূর্যের আকৃতির আলঙ্কারিক জিনিসপত্র অনেক দিন ধরে জনপ্রিয়। এই জিনিসগুলি কিনে নিজেদের ঘর সাজালে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং তা ঘরকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আরও পড়ুন- ভয়ঙ্কর বিপদের শঙ্কা দুয়ারে…! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! আবহাওয়ার হাড়হিম সতর্কবাণী IMD-র

advertisement

আলঙ্কারিক এই সব শিল্পসামগ্রী কেনার ব্যাপারে মানুষ যতটা উত্তেজিত, ততটাই উত্তেজিত কারিগররা। যাঁরা এই মাটির প্রদীপ এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রী তৈরি করেন। খুব স্বাভাবিক ভাবেই এখন তাঁদের দম ফেলারও সময় নেই।

রাজস্থানে দীপাবলি যতই ঘনিয়ে আসে, বাজারগুলি এই সাজসজ্জার সামগ্রীতে ভরে যায়। বিশেষ করে মাটির লণ্ঠন, প্রদীপ এবং ভগবান সূর্যের আকৃতির জিনিসগুলি বেশ জনপ্রিয়। মানুষ বিপুল উৎসাহে এগুলো কিনে নেয়।

advertisement

আরও পড়ুন-আশঙ্কাই সত্যি হল…! রাক্ষুসে গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’! ১২০ কিমি/ঘণ্টায় আছড়ে পড়বে, বাংলা থেকে কত দূরে সিভিয়ার সাইক্লোন? বড় আপডেট দিল হাওয়া অফিস

আজকাল, বাড়িতে ঝুলানোর জন্য রঙিন মাটির ঘণ্টা এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রীর চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হরিশ নামের একজন দোকানদার জানিয়েছেন যে, এবার মাটির প্রদীপ, সূর্যদেবের মূর্তি, কলম স্ট্যান্ডের মতো জিনিসপত্র মানুষ খুবই পছন্দ করছে। বিশেষ করে মাটির তৈরি রঙিন ঘণ্টার সুবিধা এই যে তা ল্যাম্পশেড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি ঘরে এবারের দীপাবলিতে এক অনন্য সৌন্দর্যের মাত্রা যোগ করবে।

advertisement

তাদের জনপ্রিয়তার প্রধান কারণ হল ঘরকে ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় চেহারা দেওয়ার পাশাপাশি এই আইটেমগুলি পরিবেশবান্ধবও। এইভাবে দীপাবলির সময় নিজেদের বাড়িকে আকর্ষণীয় এবং সুন্দর করা যেতে পারে। একই সঙ্গে পরিবেশের যত্নও নেওয়া যেতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali Decoration: দীপাবলি হোক পরিবেশবান্ধব...! কম বাজেটেই সাজান স্বপ্নের ঘর, রইল অন্দরসজ্জার ইউনিক টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল