যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখীও এখন ফ্যাশনেবল৷ মূল উপকরণ সুতো হলেও তার সঙ্গে থাকে রকমারি কেতাদুরস্ত সাজ-উপকরণ৷ ফুলের রাখী তো অনেক দিন ধরেই পরানো হয়ে আসছে৷ এ বার ফ্যাশনেবল মহার্ঘ্য ধারায় হাজির হিরের রাখীও৷ গত কয়েক বছরের মতো এ বারও গুজরাতের সুরাতে বিক্রি হচ্ছে হিরের রাখী৷
সংবাদ সংস্থা মারফত হিরের রাখীর বেশ কিছু ছবি এসেছে সামাজিক মাধ্যমেও৷ সেখানে শোভা পাচ্ছে গাঢ় রঙের সুতোয় হিরে দিয়ে গাঁথা রাখী! নির্মাণকারীরা জানিয়েছেন রিসাইকল্ড সোনা এবং হিরে দিয়ে তৈরি করা হয়েছে এই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব রাখী ৷ দাম পড়বে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা ৷ জানিয়েছেন ব্যবসায়ী রজনীকান্ত চাচন্দ ৷
advertisement
আরও পড়ুন : কার্তিক আরিয়ানের মতো সুঠাম শরীর চান? দেখে নিন কীভাবে শরীরচর্চা করবেন, ডায়েটে কী রাখবেন!
আরও পড়ুন : মেনোপজের পর এভাবে যত্ন নিন, ত্বক থাকবে তরুণীর মতো কোমল আর তুলতুলে!
পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখীবন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখীপূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমাও বলেন। এ বছর আগামী ১১ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার ৷ রাখী পূর্ণিমার দিন এই বছর বিশেষ রবিযোগ পড়েছে। তার ফলে নাকি এই দিনের মাহাত্ম্য বেশ কিছুটা বেশি, এমনই মত জ্যোতিষবিদদের। রাখীবন্ধনের কিছু নিয়ম রয়েছে। যেমন, রাখী পরার সময়ে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। উল্টোদিকে বোন রাখী বাঁধবেন পশ্চিম দিকে মুখ করে বসে। ভাইয়ের ডান হাতের কবজিতে রাখী পরাতে হয়। কপালে এঁকে দিতে হয় চন্দনের টিকা।
হিরের রাখী কার্যত আধুনিক অলঙ্কার৷ অনেক ছেলেই কিন্তু গয়না ভালবাসেন৷ দাদা বা ভাইয়ের পছন্দ অনুযায়ী ভেবে দেখতে পারেন হাল্কা ও ছিমছাম হীরক-রাখীর কথা৷