আকন্দ গাছ ডায়বেটিসের জন্য অত্যন্ত উপকারী ৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ডিস্ট্রিক্ট, অ্যান্টি সিফিলিটিক, অ্যান্টি রুমেটিক, অ্যান্টি ফাঙ্গালের সঙ্গে সঙ্গে এমনই বেশ কিছু উপাদান পাওয়া যায় যা ভীষণ ভাবে শরীরে কাজে দেয় ৷ ডায়বেটিস ছাড়াও কোষ্ঠ কাঠিন্য, জয়েন্ট পেন, দাঁতের সমস্যাতেও বিশেষ ভাবে কার্যকর ৷ শরীর ভাল রাখতে বিশেষ ভাবে কাজে লাগে ৷
advertisement
ডায়বেটিস নিয়ন্ত্রণে আকন্দ ফুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশেষজ্ঞরা অনেক সময়েই বলে থাকেন শরীরের শর্করার স্তর নিয়ন্ত্রণ করার কথা ৷ বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে আকন্দ ফুল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ৷ ডায়বেটিসের ক্ষেত্রে অত্যন্ত কার্য়করী ভূমিকা গ্রহণ করে ৷ সবার আগে আকন্দ গাছে তাজা পাতা নিতে হবে ৷ ভাল করে সেই পাতা পরিষ্কার করে নিতে হবে ৷ রাত্রিবেলা পাতার চকচক দিক পায়ের তলায় ভাল করে দিয়ে বেঁধে নিতে হবে ৷ পাতা বাঁধার জন্য পায়ে মোজা পরে নিতে পারেন ৷ সারা রাত ধরে এই পাতা পায়ে বেঁধে রাখতে হবে ৷ সকালবেলায় পায়ের তলা থেকে খুলে ফেলতে হবে ৷
আরও পড়ুন: সহজে শরীর গড়ার টিপস দিচ্ছেন হৃতিক রোশন নিজে! জেনে নিন
এই পদ্ধতি প্রায় এক সপ্তাহ ধরে চলবে ৷ তারপরেই আস্তে আস্তে উপকার চোখে পড়বে ৷ আকন্দ পাতা অত্যন্ত বিষাক্ত তাই ব্যবহারের সময়ে সতর্ক থাকতে হবে ৷ কখনও যেন কাঁচা না খান সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ আকন্দের রস চোখের জন্য অত্যন্ত খারাপ, তাই খুব সাবধান, বাচ্চাদের থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে ৷
আরও পড়ুন: এক সময়ে হাঁটাই বন্ধ হয়ে যেতে পারে! দোকান থেকে ভিটামিন কিনে খেলে একবার এটা পড়ে নিন!
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি আসলে ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷