আরও পড়ুন- পুজোর সময় কী ভাবে সাজাবেন বাড়ির ঠাকুর ঘর! স্নিগ্ধতায় ছড়ান পজিটিভ এনার্জি
পার্টির জায়গা বাছাই
প্রথমে ঠিক করে নিতে হবে, বাড়ির কোন অংশে পার্টির ব্যবস্থা করা হবে। যাঁরা বড় বাড়িতে থাকেন, তাঁরা নিজেদের বাড়ির ছাদে অথবা বাড়ির সামনের বাগানে পার্টির আয়োজন করতে পারেন। এতে বাড়ির ভিতরে জমায়েতও হল না, ফলে সংক্রমণের আশঙ্কাও কম থাকবে। আর যাঁরা ফ্ল্যাটে বসবাস করেন, তাঁরা নিজেদের ড্রয়িং রুমেই পার্টির ব্যবস্থা করতে পারেন। তবে সব ক্ষেত্রেই কিন্তু পার্টির আগে এবং পরে জায়গাটা ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। না হলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাবে।
advertisement
পার্টির জায়গা সাজাতে কী কী ব্যবহার করা যেতে পারে
আলো:
পুজোর দিনে বেশির ভাগ ক্ষেত্রেই পার্টি রাখা হয় সন্ধ্যে অথবা বেশি রাতের দিকে। ফলে পার্টির জায়গা সাজাতে মোমবাতি ব্যবহার করা যেতে পারে। মোমের নরম, উষ্ণ আলোয় একটা আলো-আঁধারি তৈরি হবে, যেটা পার্টির জন্য দারুণ। আর ঘরে যদি পার্টি হয়, তা হলে ডাইনিং রুম আর ড্রয়িং রুমের লাইট বন্ধ করে জায়গায় জায়গায় বিভিন্ন মাপের, বিভিন্ন আকারের সুন্দর সুন্দর মোমবাতি জ্বালানো যেতে পারে। আজকাল বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি ও রঙের মোমবাতি পাওয়া যায়। ফলে পার্টির জায়গায় সেগুলোও ব্যবহার করা যায়।
বসার জায়গার সাজ:
ঘরে পার্টি হলে মেঝেতে ঢালাও গদি পেতে তাতে সুন্দর কাজ করা চাদর বিছিয়ে দেওয়া যায়। এর উপর ছোট ছোট রঙ-বেরঙের কুশন দিয়ে দিলে দারুণ লুক আসবে। অথবা ছোট ছোট গদি, মোড়া, নিচু বসার জায়গাও ব্যবহার করা যেতে পারে। আর নিচু সেন্টার টেবিল থাকলে তো ভালোই। সেখানে পর্যাপ্ত গ্লাস প্লেট দিয়ে সাজিয়ে নেওয়া যায়। ছাদে বা বাগানে এ ভাবে সম্ভব না হলে নিচু মাপের বেত বা কাঠের শৌখিন চেয়ার টেবিল রাখা যেতে পারে।
গাছপালা:
আজকাল প্রায় প্রত্যেকের বাড়িতেই ইনডোর গাছপালা থাকে। তাই কম খাটনিতে পার্টির জায়গা সাজাতে ইনডোর গাছও ব্যবহার করা যায়। ছাদে বা বাগানে গাছ থাকলে আলাদা করে আর বিশেষ কিছুই করতে হয় না।
বাসনকোসন:
অনেক সময় লোকজন বেশি হলে বাসন-কোসন নিয়ে মুশকিলে পড়েন অনেকে। কারণ একটা সেটের অনেক বাসন একসঙ্গে পাওয়া যায় না। সে ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচই বড় মুশকিল আসান! রঙ ও নকশা মিলিয়ে গ্লাস, প্লেট, বাটি রাখলে দেখতে সুন্দর লাগবে।
ফুল:
পার্টির জায়গা সাজানোর আরও একটি উপকরণ হল সতেজ ফুল। ছোট-বড় বিভিন্ন আকারের ফুলদানি বা পাত্রে তাজা ফুল রাখা যেতে পারে। এতে একটা পজিটিভ এনার্জিও থাকবে চারিদিকে।
বেলুন:
অনেক সময় বাড়িতে বাচ্চা থাকে অথবা অনেকেই নিজের বাচ্চাকে সঙ্গে করে আনেন। ফলে সে সব ক্ষেত্রে বেলুন ব্যবহার করা যেতে পারে। শুধু যে বাচ্চার জন্মদিনের পার্টিতে বেলুন ব্যবহার করা হবে, তা কিন্তু একেবারেই নয়! বেলুন এমনিতে সস্তা। আর আজকাল অনলাইনেও বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বেলুনের সেট পাওয়া যায়। পার্টির রংয়ের থিম অনুযায়ী বেলুনও ব্যবহার করা যায়।
সেলফি বুথ:
পার্টির জায়গায় একটা কোণ বেছে নিয়ে সেখানে হাতে তৈরি কাগজের জিনিসপত্র দিয়ে একটা সেলফি বুথ অনায়াসেই তৈরি করা যেতে পারে। পর্যাপ্ত আলোও অবশ্য লাগাতে হবে।
সার্ভিং ট্রে:
সার্ভিং ট্রে-র উপর স্প্রে পেইন্ট করে অ্যান্টিক লুক আনা যেতে পারে। আবার ট্রে-র ওপর বিভিন্ন নকশাও আঁকা যেতে পারে।