গবেষণা কী বলছে?
বিএমজে ওপেন অপথালমোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, কোভিডের লক্ষণগুলো চোখকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে ক্ষতি হতে পারে চোখেরও। তাই করোনা থেকে সেরে ওঠার পর চক্ষু বিশেষজ্ঞদের দেখিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কোভিডের ফলে চোখের রোগের লক্ষণ:
গবেষণায় দেখা গিয়েছে, করোনার ফলে চোখ ক্ষতিগ্রস্ত হলে যে সাধারণ লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলি হল ফটোফোবিয়া, চোখে ঘা এবং চুলকানি। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সব থেকে বেশি দেখা গিয়েছে ফটোফোবিয়া। এতে আলো দেখলে চোখ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। কখনও কখনও অস্বস্তিও হয়। যদিও গবেষকরা বলছেন, আলোর প্রতি এই সংবেদনশীলতা খুব সাধারণ। তবে এর সঙ্গে চোখে ব্যথা থাকলে সেটা ‘সবচেয়ে উল্লেখযোগ্য’। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে ঝাপসা দৃষ্টি এবং লাল, রক্তাক্ত চোখ।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে দফারফা! এই রুটিন মেনে চললেই মিলবে সমস্যা থেকে মুক্তি
অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ:
গবেষকরা বলছেন, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই উপসর্গ দেখা যাচ্ছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ শতাংশ জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার ২ সপ্তাহের মধ্যে চোখের সমস্যা দেখা দিয়েছে। তবে আশার কথা হল এই সমস্যা বেশিদিন স্থায়ী হচ্ছে না। ৮০ শতাংশ অংশগ্রহণকারীই জানিয়েছেন, চোখের এই উপসর্গগুলো ২ সপ্তাহেরও কম সময় স্থায়ী হয়েছিল।
কনজাংকটিভাইটিস:
কানাডিয়ান জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত একটি সমীক্ষাও কনজাংকটিভাইটিস বা জয় বাংলাকে একটি কোভিড উপসর্গ হিসাবে চিহ্নিত করেছে। কনজাংকটিভাইটিস বলতে কনজাংটিভার প্রদাহকে বোঝায়। চোখের পাতার ভিতরের দিকে একটি পাতলা ঝিল্লি থাকে, সেখানে জ্বালা করে।
আরও পড়ুন: ৩০ এর পরও যৌন জীবনে থাকবে ভরপুর আনন্দ, মানতে হবে এই ছোট্ট ব্যাপার
শরীরের অন্যান্য অংশে কোভিডের লক্ষণ:
চোখ ছাড়া শরীরের অনান্য অংশে কোভিডের উপসর্গ দেখা দিতে পারে। সেগুলি হল, শরীরের ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, খিজে না থাকা, ডায়রিয়া, উচ্চ তাপমাত্রা, খুকখুকে বা ক্রমাগত কাশি, গন্ধ না পাওয়া কিংবা স্বাদ বা অনুভূতির পরিবর্তন, নিঃশ্বাসের দুর্বলতা।