প্রত্যেক বাড়ির পুজোর ঘরে কর্পূর রাখা অত্যন্ত জরুরি ৷ ভগবানের আরতি ও পরিবেশ শুদ্ধ করার জন্য বেশিরভাগ সময় কর্পূর ব্যবহার করা হয়ে থাকে ৷ এই কর্পূর আপনার ভাগ্য ফিরিয়ে আনতে একটি মুখ্য ভূমিকা পালন করে ৷
তাই আপনিও যদি আপনার ভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনিও বাড়িতে রাখতে শুরু করে দিন কর্পূর ৷ এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে শুরু করলেও আপনার জীবনেও ধন সম্পত্তির কোনও অভাব থাকবে না ৷
advertisement
আপনার পরিবারে যদি টাকা পয়সা নিয়ে কোনও সমস্যা থাকলে, অথবা বেশি টাকা খরচ হলে বা কারণ ছাড়াই আর্থিক সমস্যায় ভুগলে রাতে রুপোর বাটিতে কর্পূর ও লবঙ্গ একসঙ্গে পোড়ান ৷ বেশ কয়েকদিন এই নিয়মটি পালন করলেই দেখবেন আবার আপনার গৃহে লক্ষ্মী কৃপাদৃষ্টি ফিরবে, ফিরবে ভাগ্য ৷
বাড়ি বা অফিসের বাস্তুদোষ দুর করতে বাড়িতে রাখুন কর্পূর ৷ এই দুটি শেষ হলে তবে আরও দুটি নিয়ে এসে রাখুন ৷ এটা নিয়মিত মেনে চললে দেখবেন বাস্তুদোষ কেটে গিয়েছে ৷