অবশ্য এটাই প্রথম নয়। ডিজেলের মহার্ঘ্য পোশাক নিয়ে রসিকতা এর আগেও হয়েছে। এর আগে এই ব্র্যান্ডের ৮২ হাজার টাকা মূল্যের স্কার্টও ছিল রসিকতার লক্ষ্য।
গত বছর শীতের ফ্যাশনে একটি মাইক্রো মিনি স্কার্ট এনেছিল ডিজেল। ফ্যাশন রানওয়ে শো-এর অংশ সেই স্কার্টের সামনে বড় বড় করে লেখা ছিল সংস্থার আদ্যক্ষর ডি।
advertisement
কিন্তু ৮২ হাজার টাকা মূল্যের সেই স্কার্টের পিছন অংশে ছিল ভেলক্রো ক্লোজার। সেটা নিয়ে তীব্র সমালোচনা হয় নেট মহলে।
কিছু দিন আগেই ব্যঙ্গের নিশানায় ছিল আর এক বিলাসবহুল ব্র্যান্ড উগো বস। তারা এক জোড়া নীল চটি বিক্রি করছিল ৯ হাজার টাকায়। এতে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে।
বাথরুমের পরার জন্য রাখা ফ্লিপফ্লপ চটি নিয়ে চূড়ান্ত ঠাট্টা মশকরা করা হয় সে সময়। তাঁদের অভিযোগ ছিল বাড়িতে পরার সাধারণ হাওয়াই চটিরই আকাশছোঁয়া দাম নিচ্ছে নামী ব্র্যান্ড।
এখন তাদের সমালোচনার তালিকায় ডিজেলের বাঁধাকপি-জ্যাকেট। ঘুরছে এই সংক্রান্ত অসংখ্য মিম।