TRENDING:

Health Tips: এক চুমুকেই ভ্যানিশ, সুগারের যম 'এটি'...! মোমের মতো গলবে মেদ, গলগলিয়ে বেরবে পেটের নোংরা ময়লা

Last Updated:

Health Tips: সমস্ত কাজ করতে গিয়ে নিজেদেরই সময় দিতে ভুলে যান মহিলারা। নিজেদের যত্নকেই অগ্রাধিকার দিয়ে উঠতে পারেন না। তাই কিছু ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকবে। আর সারা দিন ধরে এনার্জিও থাকবে তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকাল মহিলাদের উপর সাধারণত ঘর এবং বাইরের কাজের প্রচুর চাপ থাকে। একে ঘরকন্নার কাজ সামলানো তো আছেই, সেই সঙ্গে অফিসের কাজের চাপও পাল্লা দিয়ে চেপে বসে। তার উপর যাতায়াতের পথে ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়া অবস্থা তো রয়েছেই। কিন্তু এই সমস্ত কাজ করতে গিয়ে নিজেদেরই সময় দিতে ভুলে যান মহিলারা। নিজেদের যত্নকেই অগ্রাধিকার দিয়ে উঠতে পারেন না। তাই কিছু ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকবে। আর সারা দিন ধরে এনার্জিও থাকবে তুঙ্গে। এই বিষয়েই আলোচনা করছেন সার্টিফায়েড ফিটনেস কোচ এবং Fettle Fitness Hub-এর ডিরেক্টর মনকিরাত কৌর।
দ্রুত ও চাপের মধ্যে খাওয়া-কাজ করতে করতে খাওয়া, ভালোভাবে না চিবিয়ে খাওয়া বা খাওয়ার সময় মোবাইল দেখা—এই অভ্যাসগুলোও হজমে সমস্যা তৈরি করে। ধীরে ধীরে চিবিয়ে খাওয়া হজমের জন্য উপকারী।
দ্রুত ও চাপের মধ্যে খাওয়া-কাজ করতে করতে খাওয়া, ভালোভাবে না চিবিয়ে খাওয়া বা খাওয়ার সময় মোবাইল দেখা—এই অভ্যাসগুলোও হজমে সমস্যা তৈরি করে। ধীরে ধীরে চিবিয়ে খাওয়া হজমের জন্য উপকারী।
advertisement

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই ফিটনেস কোচ জানিয়েছেন যে, কর্মরত মহিলারা যদি প্রতিদিনকার রুটিনে এই সমস্ত অভ্যাস অন্তর্ভুক্ত করেন এবং তা ৩০ দিনের দন্য চালিয়ে যেতে পারেন, তাহলে দারুণ ফল পাওয়া যাবে। আসলে এখানে খালি পেটে কিছু পানীয় সেবনের পরামর্শ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

advertisement

সোমবারের জন্য কালো জিরের জল:

মনকিরাতের মতে, কালো জিরে জল হার্টের স্বাস্থ্যের জন্য ভাল। কারণ এর মধ্যে কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে এটি হজমক্রিয়াও উন্নত করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে বাড়িয়ে দেয়। এর জন্য জলের মধ্যে ১ চা-চামচ কালো জিরে রাতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে উঠে ঈষদুষ্ণ করে তা পান করতে হবে।

advertisement

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

মঙ্গলবারের জন্য মেথির জল:

সকালে খালি পেটে মেথির জল পান করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, পেট ফোলা কমে এবং পেটের স্বাস্থ্য ভাল থাকে। এর জন্য সারা রাত জলে ১ চা-চামচ মেথি দানা ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে উঠে খালি পেটে ঈষদুষ্ণ করে তা পান করতে হবে।

advertisement

বুধবারের জন্য চিয়া জল:

মনকিরাত জানান, ৩০ মিনিটের জন্য কিংবা আগের দিন রাতে জলে ১ চা-চামচ চিয়া বীজ ভিজিয়ে রাখতে হবে। এটি ফাইবারে ভরপুর। দেহের হাইড্রেশন বাড়ায়। আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে।

বৃহস্পতিবারের জন্য ফিগ ওয়াটার:

মনকিরাতের পরামর্শ, সকালে ফিগ ওয়াটার পান করলে পরিপাকক্রিয়া ভাল হয়। পেট অনেকক্ষণ ভর্তি থাকে বলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। আর ত্বকের স্বাস্থ্যও ভাল হয়। এর জন্য সারা রাত জলে একটি ফিগ বা ডুমুর ভিজিয়ে রেখে দিতে হবে। সকালে সেই জল পান করে নিতে হবে। পারলে সেই ডুমুরটিও খেয়ে নিতে হবে।

advertisement

শুক্রবারের জন্য জাফরান জল:

ত্বকের স্বাস্থ্য এবং জেল্লা বাড়াতে জাফরান জলের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এই পানীয় মাসিক চক্রের জন্যও উপকারী। এর জন্য সারা রাত জলে জাফরান বা কেশরের ২-৩টি স্ট্র্যান্ড ভিজিয়ে রাখতে হবে। সেই জল সকালে উঠে পান করতে হবে।

শনিবারের জন্য ধনে বীজের জল:

ধনে বীজ ভেজানো জল অনেকটা ডিটক্স পানীয়ের মতো কাজ করে। মনকিরাতের বক্তব্য, এটি দেহকে ঠান্ডা রাখে। হরমোনজনিত ভারসাম্য বজায় রাখে। এর জন্য সারা রাত জলে ১ চা-চামচ ধনে বীজ ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে উঠে ধীরে ধীরে তা চুমুক দিয়ে পান করতে হবে।

রবিবারের জন্য জিরে-মৌরির জল:

মনকিরাতের পরামর্শ, সারা রাত জলে এক চা-চামচ করে মৌরি এবং জিরে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে তা পান করতে হবে। প্রদাহ কমাতে এর জুড়ি মেলা ভার। পেটের সমস্যাতেও আরাম দেয় এটি। ভিজিয়ে রাখার পরিবর্তে এই বীজগুলি ফোটানোও যেতে পারে।

স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা – কাদের এগুলি এড়িয়ে চলা উচিত?

তবে মনকিরাত জানান, কিছু কিছু ক্ষেত্রে এই পানীয়গুলি একেবারেই এড়িয়ে চলা উচিত। যাঁদের ফুড অ্যালার্জি রয়েছে অথবা কিছু উপকরণের প্রতি যাঁদের সংবেদনশীলতা রয়েছে, তাঁদের এই পানীয় সেবনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আবার যাঁরা আইবিএস, আইবিডি এবং আলসারের মতো দীর্ঘস্থায়ী অন্ত্রের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাঁদেরও এগুলি এড়িয়ে চলাই উচিত। কারণ এই পানীয় তাঁদের পক্ষে হজম করা কঠিন হয়ে উঠতে পারে। এখানেই শেষ নয়, গর্ভবতী মহিলা অথবা স্তন্যদানকারী মহিলাদের মেথি সেবন করা একেবারেই ঠিক নয়। কারণ কিছু ভেষজ বা হার্বের ইনসুলিন অথবা থাইরয়েড ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া হতে পারে। ফলে যাঁরা এই ওষুধ খান, তাঁদের জন্য এগুলি বিপদ ডেকে আনতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: এক চুমুকেই ভ্যানিশ, সুগারের যম 'এটি'...! মোমের মতো গলবে মেদ, গলগলিয়ে বেরবে পেটের নোংরা ময়লা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল