বেলের পালক অ্যামি অটিজম আক্রান্ত৷ পাশাপাশি অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকেরও শিকার তিনি৷ তাঁকে নানাভাবে সাহায্য করার প্রশিক্ষণ তিনি দিয়েছেন পোষা সারমেয়কে৷ অন্তঃসত্ত্বা অবস্থা এবং এখন সদ্যোজাতকে দেখভালের নানা ধাপেও অ্যামির ভরসা তাঁর পোষ্য৷ লিফ্টের বোতাম প্রেস করা, প্যানিক অ্যাটাকের সময় সতর্ক করা, ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করা-পোষ্য বেল অবতীর্ণ হয় নানা ভূমিকায়৷
advertisement
এহেন প্রশিক্ষিত পোষ্যকে লেবর ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগে দিতে হয়েছে পরীক্ষা৷ রিস্ক অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হয়েছে বেল-কে৷ তার পরই সে অনুমতি পেয়েছে প্রসবকালীন ওয়ার্ডে প্রবেশের৷ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন অ্যামি৷ তার আগে ও পরে তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ধাপে হাজির ছিল সারমেয় বেল৷ এমনকি, চিকিৎসদের আলোচনাও সে শুনেছে চুপ করে বসেই৷
সি-সেকশন অপারেশনের আগে পর্যন্ত অ্যামির সঙ্গেই ছিল বেল৷ তাঁদের জন্য বরাদ্দ ছিল বিশেষ ঘর৷ প্রিয় পোষ্যকে ছাড়া সন্তান ভূমিষ্ঠ করতে পারতেন না তিনি, জানাচ্ছেন অটিজম আক্রান্ত অ্যামি৷ হাসপাতাল কর্তৃপক্ষও কোনওরকম বাধা দেয়নি সারমেয় বেল-কে৷