কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। বড় রাস্তা থেকে ঢালুপথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির। আড়ম্বরহীন মন্দির চত্বর। তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে একদম আলাদা।
ছোট্ট মন্দিরে পাথরের বেদির ওপর সতীর কালীরূপী এই চিত্রপট। যদিও কয়েক বছর আগে একে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড। বর্তমানে লোকেদের মুখে মুখে এই কুণ্ডর মাহাত্ম্যের কথা শোনা যায়। এই মন্দিরে আগত পর্যটকদের বিশ্বাস এই কুণ্ডর জল মাথায় নিলে রোগ ব্যাধি সেরে ওঠে।
advertisement
আরও পড়ুন : মেথি, বাদাম, গাজর-সহ ৫ খাবারের পঞ্চবাণে শায়েস্তা ব্লাড সুগার! শীতে খেতেই হবে, নইলে…
আপনি খুব সহজেই বোলপুর শান্তিনিকেতন এসে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর সেখান থেকে পৌঁছে যেতে পারেন যে কোনও ধরনের টোটো অথবা চারচাকা গাড়ি ভাড়া করে এই কঙ্কালীতলা মন্দির। মন্দিরের বাইরে বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে আপনি চাইলে সেখান থেকে আপনার টিফিন সেরে নিতে পারেন।
