তবে কীভাবে পৌঁছবেন এই মন্দিরে? তাহলে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল অকালিপুরের গুহ্য কালী মন্দিরের দূরত্ব তারাপীঠ মন্দির থেকে প্রায় ৩২ কিলোমিটার। তারাপীঠ থেকে যে কোনও অটো অথবা রামপুরহাট থেকে যে কোন অটো রিজার্ভ করে পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে। বীরভূমের ভদ্রপুরে এই মন্দির অবস্থিত। নলহাটি শহর থেকে এই জায়গার দূরত্ব ১১ কিলোমিটার। নলহাটির ভদ্রপুর গ্রামপঞ্চায়েতের মধ্যে পড়ে অকালিপুর এলাকা। এখানেই রয়েছেন দেবী গুহ্য কালী।
advertisement
জানা যায় ১৭৭৫ সালে মহারাজ নন্দকুমার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ভক্তদের বিশ্বাস, কোনও মনস্কামনা নিয়ে আকালি মায়ের পুজো দিয়ে গেলে সেই কাজ সফল হয়। তাই দূর-দূরান্ত থেকে ভক্তরা আকালি কালী মন্দিরে মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন।
ওই মন্দিরের সেবায়েত দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের। তবে কার্তিক মাসে কালীপুজোর অমাবস্যা নিশিতে সর্বত্র কালী মায়ের বিশেষ পুজো হলেও আকালি মায়ের কোনও পুজো হয় না। নিত্যদিন যেভাবে পুজো করা হয়ে থাকে মাকে, সেভাবেই এদিনও পুজো করে সন্ধ্যারতির পর মাকে শয়ান দেওয়া হয়।