ভিডিও ক্লিপে দেখা গিয়েছে বিল গেটস প্রথমে আটা, জল আর নুন দিয়ে মণ্ড তৈরি করছেন৷ তবে হাতের বদলে তিনি আটা মেখেছেন স্প্যাচুলা দিয়ে৷ কাজ করতে করতে তিনি জানালেন রান্নার মধ্যে তিনি রোজ স্যুপ গরম করেন৷ এভাবে বড় আকারে রান্না অনেক দিন পর করছেন৷ ভিডিওতে কথায় কথায় বলেন ধনকুবের৷
আরও পড়ুন : সদ্যোজাতর হাতে ধরা তার মায়ের শরীরে স্থাপিত জন্ম নিরোধক! অত্যাশ্চর্য ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা
advertisement
আটা মাখার পর রুটি বেলার পর্ব৷ ব্লগার জানালেন রুটি সব সময় গোল হতে হবে৷ অবশ্য গেটসের রুটি গোল হয়নি৷ হয়েছে ডিম্বাকৃতি, এবড়ো খেবড়ো আকৃতির৷ তার পর তাওয়ায় সেঁকে ঘি মাখিয়ে গরমাগরম রুটি খেলেন দুজনেই৷ অতীতের বিশ্বের ধনীতম শিল্পপতির রুটি তৈরি দেখে ভারতীয় নেটিজেনরা তো অভিভূত৷ তাঁদের মধ্যে অনেকেই ফিরে গিয়েছেন নিজেদের রুটির তৈরির প্রথম পর্বে৷
প্রসঙ্গত ব্লগার বার্নাথ সম্প্রতি ভারতে এসেছিলেন৷ দিল্লির গুরুদ্বারে তিনি রুটি তৈরি শিখেছেন৷ সেই ভিডিও-ও নেটিজেন মহলে দারুণ জনপ্রিয় হয়েছিল৷