১. ক্লিনজার হিসেবে দুধের ব্যবহার করা খুবই উপকারি ৷ ত্বককে ময়লা মুক্ত রাখতে দুধের ব্যবহার করা যেতেই পারে ৷ তুলো দুধে ভিজিয়ে সারা মুখে ঘষে নিন ৷ পাঁচ মিনিট ধরে ঘষলেই হবে ৷ এরপর মুখ ধুয়ে নিন গরম জলে ৷ অনেকটাই সতেজ লাগবে আপনার ৷
২. শুষ্ক ত্বককে সতেজ করার কাজেও দুধের ব্যবহার করুন ৷ তুলো দিয়ে দুধ মুখে মেখে নিলেই হবে ৷ ২০ মিনিট লাগিয়ে রেখে দিন ৷ তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন ৷ সারাদিনের পর ফ্রেশ লাগবে অনেকটাই ৷
advertisement
৩. দাগহীন ত্বকের জন্যও দুধ খুব উপকারি ৷ দুধের সঙ্গে গ্রিন টি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন ৷ স্নানের আগে সেই প্যাক লাগাতে হবে ১৫ মিনিট ৷ রোজ নিয়মিত এই প্যাক লাগান ৷ সুফল পাবেনই ৷ এমনকী, পুড়ে যাওয়া ত্বকের দাগ দূর করতেও দুধ অত্যন্ত উপকারি ৷ ফোস্কা বা পোড়ার দাগ তুলতে ব্যবহার করুন দুধের সর ৷
৪. ফেশিয়ালের জন্য ফেসপ্যাক লাগান ? কোনও প্রয়োজনই নেই ৷ কারণ দোকান থেকে ফেসপ্যাক না কিনে এবার বাড়িতেই বানিয়ে নিন ৷ এর জন্য লাগবে দুধ এবং মধু ৷ এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন ৷ এরপর গরম জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে ৷