যা লাগবে
• পরিশ্রুত জল হাফ লিটার ৷
• তাজা ৩/৪ টি লাল গোলাপের পাপড়ি ৷
• রোজ এসেনশিয়াল ওয়েল কয়েক ফোঁটা ৷
• গ্রেট করা পাকা লেবু বা কমলার খোসা ১ টেবিল চামচ ৷
যা করবেন
-একটি পরিষ্কার চিনামাটির প্যানে জল ও গোলাপ পাপড়ি দিয়ে দিন।
advertisement
-১ মিনিট ধরে রান্না করুন, যতক্ষণ না জল লাল রঙের হয়ে যায়।
-এ বার ওভেন নিভিয়ে কমলালেবুর খোসাগুলি দিয়ে দিন।
-অপেক্ষা করুন সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে যাওয়ার জন্য।
-ঠাণ্ডা হয়ে গেলে ছেকে নিন পরিষ্কার কাপড় দিয়ে। লক্ষ্য রাখবেন, স্টিলের বা ধাতব কিছুর ছোঁয়া যেন না লাগে। কাঠ কিংবা চামচ কিংবা কাপড় ব্যবহার করুন।
-ঠাণ্ডা হলে এতে ৪/৫ ফোঁটা রোজ এসেনশিয়াল ওয়েল মিশিয়ে দিন।
- মিশ্রনটি ফ্রিজে সংরক্ষণ করুন। ৩/৪ দিন ভাল থাকবে।
আরও পড়ুন : সুখী হতে চান? তবে মিশবেন না এই ধরনের মানুষের সঙ্গে
কী ভাবে ব্যবহার করবেন?
-প্রতিদিন স্নানের পর এই জলে তুলো ভিজিয়ে সারা শরীরে ও মুখে মেখে নিন। ভালো করে শুকিয়ে গেলে তবেই পোশাক পরুন।
-রাতে ঘুমতে যাওয়ার আগে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিয়ে একই পদ্ধতিতে ব্যবহার করুন।
গোলাপ ও গোলাপের তেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, লেবুতে আছে ভিটামিন সি। এই সমস্ত উপাদানই কাজ করে থাকে বলিরেখার বিরুদ্ধে। নিয়মিত এই কাজটি করলে মুখ ও দেহের ত্বক হয়ে উঠবে টানটান ৷