TRENDING:

কেমিক্যাল যুক্ত কসমেটিক্স নয়, বাড়িতেই বানান অ্যান্টি এজিং ক্রিম

Last Updated:

বাজারে যতই নামীদামী কসমেটিক্সের রমরমা হোক না কেন, তাতে কেমিক্যাল থাকবেই! জানবেন, প্রাকৃতিক প্রডাক্টের বিকল্প নেই! কাজেই, বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন অ্যান্টি এজিং ক্রিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজারে যতই নামীদামী কসমেটিক্সের রমরমা হোক না কেন, তাতে কেমিক্যাল থাকবেই! জানবেন, প্রাকৃতিক প্রডাক্টের বিকল্প নেই! কাজেই, বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন  অ্যান্টি এজিং ক্রিম
advertisement

কী কী লাগবে?

১/৪ কাপ আমন্ড অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ বিওয়্যাক্স, অর্ধেক চামচ ভিটামিন- ই অয়েল, ১ টেবিল চামচ শিয়া বাটার

কী ভাবে বানাবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

একটি কাচের পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে কিছুটা জল হালকা গরম করুন। এবার ওই গরম জলের উপর কাচের পাত্রটি বসিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে গলে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝেমাঝে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন। এবার এই মিশ্রণ অন্য একটি কাচের পাত্রে ঢেলে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। ঠান্ডা হলে, পাত্রের মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিন। দিন সাতেক ব্যবহার করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেমিক্যাল যুক্ত কসমেটিক্স নয়, বাড়িতেই বানান অ্যান্টি এজিং ক্রিম