ব্লাশ লুক
একটা উজ্জ্বল বেস তৈরি করতে হবে স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন দিয়ে যাতে মুখের কোনও দাগ থাকলে সেটা ঢাকা পড়ে যায়। বাড়তি পাউডার মুছে ফেলে গালের উঁচু অংশে ব্লাশার লাগাতে হবে। নিজের প্রিয় শেড বেছে নিয়ে মেকআপ করতে হবে। এমনভাবে মেকআপ করতে হবে যাতে উজ্জ্বলতা বিচ্ছুরিত হয়। সবশেষে চোখের পাতায় হাল্কা ব্লাশ লাগিয়ে নিতে হবে।
advertisement
আরও পড়ুন - Health Tips: বর্ষশেষে দেদার পার্টি, বাড়ি ফিরে এই খাবারগুলি খান বানিয়ে নিন সহজেই
লম্বা চোখের পাতা
এই লুকের জন্য আইশ্যাডো দরকার নেই। নকল লম্বা চোখের পাতা লাগালেই হবে। এবার বাইরের দিক করে চোখের ওই নকল পাতায় ভাল করে মাস্কারা লাগিয়ে নিতে হবে।
গ্লো লুক
মেকআপ করার আগে বাম গলিয়ে নিয়ে আঙুলের ডগা দিয়ে সারা মুখে আলতো করে ঘষে নিতে হবে। এবার মেকআপ করতে হবে। কপালের মাঝখান থেকে শুরু করে নাকের ব্রিজ, গালের হাড় এবং চিবুকের সেতু থেকে গালের উঁচু জায়গায় ফাউন্ডেশন প্রয়োগ করতে হবে। চোখের পাতায় ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। আঙুল দিয়ে গালের হাড়, ব্রোবোন, কিউপিডস বো, এবং নাকের ব্রিজ অংশে উজ্জ্বলতা বাড়াতে আরও বাম লাগাতে হবে।
গ্রাফিক লুক
গ্রাফিক আইলাইনার বেছে নিতে হবে। একটি জেল-ক্রিম আইলাইনার পেন্সিল এবং একটি পাতলা আইলাইনার ব্রাশ দিয়ে চোখের ভিতরের কোণ থেকে বাইরের দিকে একটি পাতলা রেখা আঁকতে হবে। এতে ক্যাটস আই লুক আসবে। এবার চোখের অভ্যন্তরীণ কোণে ক্রিজ বরাবর উপরের ডানাটিকে নিচের উইংয়ের সঙ্গে বাঁকিয়ে আরও একটি রেখা টানতে হবে।
বেবি ব্লু লুক
প্রথমে ময়েশ্চারাইজিং প্রাইমার দরকার। হাতের অনামিকা দিয়ে আইশ্যাডো বেস করতে হবে। সবশেষে ফ্লাফি আইশ্যাডো ব্রাশ ব্যবহার করে আকাশি-নীল শ্যাডো লাগাতে হবে। পরে ভলিউমাইজিং মাস্কারার প্রয়োজন আছে।
স্মোকি লুক
সোনালি আইশ্যাডো বেছে নিতে হবে। চোখের পাতায় ব্রোঞ্জ মেকআপ লাগাতে হবে। একটি নরম আইশ্যাডো ব্রাশ দিয়ে চোখের কোণে মেকআপ করতে হবে। প্রতিটি আই লিডের মাঝখানে অল্প পরিমাণে শিমার দিতে হবে। শেষে মাস্কারা দিতে হবে।