TRENDING:

ত্বকের যত্নে কেমিক্যাল নয়, একটা ঘরোয়া উপাদানেই রয়েছে সমাধান

Last Updated:

সুন্দর হতে কে না চায়? তাই ত্বকের পরিচর্য়াও চলে নিয়ম মেনে ৷ ত্রিম থেকে লোশন, টোনার থেকে স্ক্রাবার হাজার জিনিস কিনতে কিনতে ড্রেসিং টেবলের তাক উপচে ওঠে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুন্দর হতে কে না চায়? তাই ত্বকের পরিচর্য়াও চলে নিয়ম মেনে ৷ ক্রিম থেকে লোশন, টোনার থেকে স্ক্রাবার হাজার জিনিস কিনতে কিনতে ড্রেসিং টেবলের তাক উপচে ওঠে ৷ কিন্তু তার পরেও যেন ঠিক মনের মতো হয় না ৷ এ দিকে হাতের কাছেই রয়েছে সহজ সমাধান ৷ কেমিক্যালের ক্ষতিও নেই, আবার দামও পকেটের আয়ত্তে ৷ কথা হচ্ছে মুলতানি মাটি নিয়ে ৷ ত্বকের যে কোনও সমস্যায় মুলতানি মাটির জুড়ি মেলা ভার ৷ দেখে নিন কী কী কাজে ব্যবহার করবেন এই মাটি ৷
advertisement

আরও পড়ুন: আপনাকে কামড়ালে উল্টে মরবে মশা নিজেই, আবিষ্কার হল এমন ওষুধ

• পিম্পল বা অ্যাকনে সারাতে সাহায্য করে এই মাটি ৷

• তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল কাজ করে মুলতানি মাটি ৷ ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ত্বককে ফ্রেশ রাখে ৷

• স্ক্রাবার হিসাবে মুলতানি মাটি ব্যবহার করুন ৷ ত্বকের রোম কূপে আটকে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে এই মাটি ৷

advertisement

• সানবার্ন, স্কিন র‍্যাশের মতো সমস্যায় ভাল কাজ করে এটি ৷

• ত্বকে রক্ত চলাচল ভাল করে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

• ব্ল্যাকহেডসের সমস্যা সমাধান করে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকের যত্নে কেমিক্যাল নয়, একটা ঘরোয়া উপাদানেই রয়েছে সমাধান