TRENDING:

Bay Leaves Benefits: তেজপাতার তেজেই দূর মশা, পোকামাকড় থেকে অশুভ দৃষ্টি! জানুন পদ্ধতি

Last Updated:

Bay Leaves Benefits: জানেন কি তেজপাতা আপনার বাড়ি থেকে পোকামাকড়ের উপদ্রবও দূর করে। সংসারে এবং বাড়িতে পড়তে দেয় না অশুভ ছায়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরিয়ানি, পোলাও থেকে শুরু করে অন্যান্য আমিষ রান্নায় আলাদা মাত্রা যোগ করে তেজপাতার উপস্থিতি। নিরামিষ রান্নাতেও তেজপাতা ব্যবহারের রীতি বহু প্রাচীন। কিন্তু জানেন কি তেজপাতা আপনার বাড়ি থেকে পোকামাকড়ের উপদ্রবও দূর করে। সংসারে এবং বাড়িতে পড়তে দেয় না অশুভ ছায়া।
তেজপাতায় আছে লিনালুন যৌগ
তেজপাতায় আছে লিনালুন যৌগ
advertisement

মসলিনের কাপড়ের পুঁটুলিতে রাখুন তেজপাতা ও লবঙ্গ। তার পর সেটা রাখুন আটা বা ময়দার পাত্রে। এর ফলে সবরকম পোকামাকড় দূরে থাকবে। তেজপাতায় আছে লিনালুন যৌগ। তাই তেজপাতা পোড়ানো হলে সেই গন্ধ থেরাপটিক উপকারিতা নিয়ে আসে। অ্যারোমাথেরাপিতে মানসিক চিন্তা, উদ্বেগ, ক্লান্তি কমায় তেজপাতার গন্ধ। মানসিক প্রশান্তি পাওয়া যায় তেজপাতার সুবাস থেকে।

advertisement

২ টো বা ৪ টে লবঙ্গদানা, সামান্য কর্পূর এবং ২ টো তেজপাতা যেকোনও পাত্রে পুড়িয়ে নিন প্রদীপের আলোয়। তাহলে আপনার বাড়ি থেকে দূর হবে অশুভ প্রভাব। শীতকালে মশা ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। সেই সমস্যা থেকে রেহাই পেতে পেঁয়াজের খোসার সঙ্গে কিছু তেজপাতা পুড়িয়ে সেই ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির বিভিন্ন অংশে। এই ধোঁয়ার গন্ধে মশা ও পোকামাকড়ের সমস্যা কমবে।

advertisement

বাড়ির বাগানের বিভিন্ন গাছে অনেক সময় পিঁপড়ে-সহ অন্য পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। সেক্ষেত্রেও টোটকা হিসেবে তেজপাতা ব্যবহার করুন। গাছের গোড়ায় তেজপাতা দিয়ে রাখলে কমবে সমস্যা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bay Leaves Benefits: তেজপাতার তেজেই দূর মশা, পোকামাকড় থেকে অশুভ দৃষ্টি! জানুন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল