মন্দির নগরী শহরের প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে নেতাজি পার্ক। এই পার্কে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা এবং ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড থেকে প্রায় ১০ লক্ষ টাকা সর্বমোট ২৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে ২৬ ফুটের সুবিশাল একটি নেতাজির পূর্ণাবয়ব মূর্তি।
advertisement
১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার মধ্যরাতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে নেতাজির এই মূর্তি ও নেতাজি পার্কের উদ্বোধন করবেন বাঁকুড়া জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন: হাবভাব, চালচলনে গোল বেঁধে যায় প্রতিবেশীদের! অবাক করা সেই ৩ বঙ্গ-তনয়ার কাজও অবাক করছে বাসিন্দাদের
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জানান, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পূর্ণাবয়ব মূর্তি তৈরি করতে পেরে তিনি গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল ও দৃষ্টি মিনারেল তহবিল থেকে এই মূর্তি তৈরি করা হচ্ছে। এই মূর্তি তৈরিতে বিষ্ণুপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পর্যটন ক্ষেত্র হিসেবে বিষ্ণুপুরের খ্যাতি দেশ এবং বিদেশে রয়েছে। তিনি মনে করছেন এই মূর্তি তৈরিতে বিষ্ণুপুরের পর্যটনশিল্পে নতুন পালক সংযোজিত হল। পাশাপাশি তিনি মনে করছেন অন্যান্য মন্দিরের পাশাপাশি পর্যটকদের কাছে এই জায়গাটিও আগ্রহ সৃষ্টি করবে।