TRENDING:

Ayushman Bharat Digital Mission: দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবার ডিজিটাল, পরিবর্তনের নয়া দিশা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন

Last Updated:

Benefit and Future of Digitisation in The Medical Sciences: ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে চিকিৎসা ক্ষেত্রে এই ডিজিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভারতের চিকিৎসা বিজ্ঞানকে ডিজিটাল করে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করাই এর প্রধান লক্ষ্য। এর মাধ্যমে ডিজিটাল হেলথ পরিষেবার দিকে বিশেষ নজর দেওয়া হবে, যা হবে মূলত অ্যাপ বেসড সলিউশন। এর ফলে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে কম খরচায় জটিল রোগের চিকিৎসা করা সম্ভব হবে। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে চিকিৎসা ক্ষেত্রে এই ডিজিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
Representational Image
Representational Image
advertisement

আরও পড়ুন- হবু মায়েদের শরীরে ডায়াবেটিসের মাত্রার উপর নজরদারি চালানোর নতুন মডেল, কোভিড পরিস্থিতিতেও দেখাচ্ছে দিশা

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (Public Private Partnership) বা PPP-র মাধ্যমে করা হবে। এর ফলে দীর্ঘমেয়াদি হেলথ কেয়ারের খরচ কিছুটা কম হবে। বিশ্বের অনেকগুলো ওয়েস্টার্ন নেশনেই অনেকদিন ধরে এই প্রক্রিয়া চালু রয়েছে। এই মিশনের আইটি বেসড সলিউশনের মাধ্যমে জনগন এবং হেলথ ওয়ার্কার দুই তরফেরই সুবিধা হবে। এর মাধ্যমে রোগীদের সকল তথ্য একই জায়গায় থাকবে, যা তাদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা করবে। এই মিশনের মাধ্যমে ভারতের হেলথ সেক্টর সম্পূর্ণরূপে ডিজিটাল করে তোলা হবে, যা ভারতের স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাকে উন্নততর করে তুলবে।

advertisement

Dr. Jennifer Prabhu- Co-Founder & CEO, Circee Health- a disease-reversal platform

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল। এর মাধ্যমে সমস্ত নাগরিকের একটি নিজস্ব হেলথ আইডি নম্বর তৈরি করা হবে। সেখানেই তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এছাড়াও রোগীদের সুবিধার জন্য কেন্দ্রীয় ভাবে হেলথকেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি (Healthcare Professionals Registry) বা HPR এবং হেলথকেয়ার ফেসিলিটিজ রেজিস্ট্রি (Healthcare Facilities Registries) বা HFR-এর ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে যে কোনও রোগীর খুব কম সময়ে তার প্রয়োজনীয় চিকিৎসা পেতে সুবিধা হবে। এই ডিজিটাল মিশনের প্রধান লক্ষ্যই হল হেলথ সংক্রান্ত সমস্ত কিছু এক ছাতার তলায় নিয়ে আসা। এর মাধ্যমে সমস্ত কিছুই পরিচালনা করা হবে ডিজিটালি, এর ফলে রোগীদের সঙ্গে সঙ্গে হেলথ ওয়ার্কার ও ডাক্তারদেরও সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন- বিজেপির শাসন ক্ষমতা ত্রিপুরা থেকে শেষ না হলে চুল রাখবেন না মাথায়, পণ করলেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে নানা ধরনের ডিজিটাল ডিভাইজ, টেলিমেডিসিন, স্পেশ্যালাইজড ইন্সট্রুমেন্ট, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদির সুবিধা পাওয়া যাবে ঘরে বসেই। এই ধরনের উন্নত হেলথ টেকনোলজির মাধ্যমে বাড়িতেই চিকিৎসা করা সম্ভব হবে। এর ফলে সব থেকে বেশি সুবিধা হবে প্রান্তিক গ্রামীণ এলাকাগুলোর। যেখানে স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা খুবই খারাপ সেই সব প্রত্যন্ত এলাকাগুলোতেও কার্যকরী হবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayushman Bharat Digital Mission: দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবার ডিজিটাল, পরিবর্তনের নয়া দিশা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল