TRENDING:

Viral Biryani: যত চান, তত পাবেন এই বিরিয়ানি, দাম শুনলে নিজেই হাসবেন! এত্ত সস্তা, খেয়ে নিন চটপট

Last Updated:

১০০ টাকায় চিকেন বিরিয়ানি ও ১৩০ টাকায় থাকছে মটন বিরিয়ানি।এই দুটোর সঙ্গেই থাকছে আনলিমিটেড রাইসের আকর্ষণীয় অফার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমান সময়ে কম-বেশি প্রত্যেকটি মানুষ বিরিয়ানির প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন। স্বাদে ও গন্ধে অতুলনীয় বিরিয়ানির দোকান এখন জেলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। রয়েছে রকমারি নামের বাহার। তবে এসবের মাঝেই জেলা সদর শহরের এক বিরিয়ানির দোকান অনেকটাই ভাইরাল হয়ে উঠছে জেলার মধ্যে। দোকানের বিশেষ আকর্ষণীয় অফারের কারণেই বহু মানুষ এখানে আসছেন বিরিয়ানির স্বাদ নিতে। জেলার মানুষের পাশাপশি বাইরে থেকেও বহু মানুষ আসছেন এই বিরিয়ানির দোকানে। তবে এখানের এই আকর্ষণীয় অফারের জন্য খেতে হচ্ছে দোকানে বসে।
advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

দোকানের কর্ণধার সৈকত পাল জানান, “জেলা কোচবিহারে একাধিক বিরিয়ানির দোকান রয়েছে। সেই সমস্ত দোকানের থেকে কিছুটা আলাদা পরিবেশ ও স্বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া অফার তো রয়েছেই। বর্তমান সময়ে দোকানে ভিড় লেগেই থাকছে। এক মুহুর্ত বসবার উপায় মিলছে না। বর্তমানে ১০০ টাকায় চিকেন বিরিয়ানি ও ১৩০ টাকায় থাকছে মটন বিরিয়ানি।এই দুটোর সঙ্গেই অফারে থাকছে আনলিমিটেড রাইস। তবে দোকানে বসে খেলেই এই অফারের মজা উপভোগ করতে পারবেন ক্রেতারা। বহু ক্রেতা আসছেন দূর-দূরান্ত থেকে এই অফারের সম্পূর্ণ লাভ ওঠাতে।”

advertisement

দোকানের এক গ্রাহক সুব্রত ভট্টাচার্য জানান, “এই দোকান খুব একটা পুরোনো নয়। দুর্গা পুজোর আগে থেকে চলছে। তবে নতুন করে যে আকর্ষণীয় অফার তাঁরা তৈরি করেছে। এতেই বহু মানুষ ছুটে আসছেন এই বিরিয়ানির দোকানে। রাজবাড়ি স্টেডিয়ামের উল্টোদিকে বড় বাজারে যাওয়ার রাস্তায় প্রথমে বাঁদিকে রয়েছে এই দোকান।” দোকানের আরেক গ্রাহক তন্ময় মণ্ডল জানান, “তিনি প্রথম এই দোকানে খেতে এসেছেন। মূলত এই আকর্ষণীয় অফারের কারণে। জেলায় বহু দোকান থাকলেও এই ধরনের অফার কেউ দিয়ে থাকেন না। প্রথম এই দোকান দিচ্ছে এই অফার।”

advertisement

View More

আরও পড়ুনWalk For Weight Loss Fast: দিনের পর দিন জমে থাকা ‘জেদি চর্বি’ গলবে, দিনে কত পা হাঁটলে ফিগার হবে পারফেক্ট ‘শেপ’? রইল চার্ট

এই অফার সারা বছর থাকবে এই দোকানে এমনটাই জানিয়েছেন দোকানের কর্ণধার। তবে একটা কথা বলাই যায়। বিরিয়ানির স্বাদ ও গন্ধ যেকোনও মানুষকে খুব সহজেই আকর্ষণ করে। এছাড়া যদি সেই স্বাদ ও গন্ধের পাশাপাশি আকর্ষণীয় অফার থাকে তবে তো বিরিয়ানির মজা জমে যায় মুহূর্তেই। কোচবিহারের এই বিরিয়ানির দোকানেও বর্তমান সময়ে এই বিশেষ অফারের কারণেই বহু মানুষের ভিড় লেগে থাকছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Biryani: যত চান, তত পাবেন এই বিরিয়ানি, দাম শুনলে নিজেই হাসবেন! এত্ত সস্তা, খেয়ে নিন চটপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল