“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
দোকানের কর্ণধার সৈকত পাল জানান, “জেলা কোচবিহারে একাধিক বিরিয়ানির দোকান রয়েছে। সেই সমস্ত দোকানের থেকে কিছুটা আলাদা পরিবেশ ও স্বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া অফার তো রয়েছেই। বর্তমান সময়ে দোকানে ভিড় লেগেই থাকছে। এক মুহুর্ত বসবার উপায় মিলছে না। বর্তমানে ১০০ টাকায় চিকেন বিরিয়ানি ও ১৩০ টাকায় থাকছে মটন বিরিয়ানি।এই দুটোর সঙ্গেই অফারে থাকছে আনলিমিটেড রাইস। তবে দোকানে বসে খেলেই এই অফারের মজা উপভোগ করতে পারবেন ক্রেতারা। বহু ক্রেতা আসছেন দূর-দূরান্ত থেকে এই অফারের সম্পূর্ণ লাভ ওঠাতে।”
advertisement
দোকানের এক গ্রাহক সুব্রত ভট্টাচার্য জানান, “এই দোকান খুব একটা পুরোনো নয়। দুর্গা পুজোর আগে থেকে চলছে। তবে নতুন করে যে আকর্ষণীয় অফার তাঁরা তৈরি করেছে। এতেই বহু মানুষ ছুটে আসছেন এই বিরিয়ানির দোকানে। রাজবাড়ি স্টেডিয়ামের উল্টোদিকে বড় বাজারে যাওয়ার রাস্তায় প্রথমে বাঁদিকে রয়েছে এই দোকান।” দোকানের আরেক গ্রাহক তন্ময় মণ্ডল জানান, “তিনি প্রথম এই দোকানে খেতে এসেছেন। মূলত এই আকর্ষণীয় অফারের কারণে। জেলায় বহু দোকান থাকলেও এই ধরনের অফার কেউ দিয়ে থাকেন না। প্রথম এই দোকান দিচ্ছে এই অফার।”
এই অফার সারা বছর থাকবে এই দোকানে এমনটাই জানিয়েছেন দোকানের কর্ণধার। তবে একটা কথা বলাই যায়। বিরিয়ানির স্বাদ ও গন্ধ যেকোনও মানুষকে খুব সহজেই আকর্ষণ করে। এছাড়া যদি সেই স্বাদ ও গন্ধের পাশাপাশি আকর্ষণীয় অফার থাকে তবে তো বিরিয়ানির মজা জমে যায় মুহূর্তেই। কোচবিহারের এই বিরিয়ানির দোকানেও বর্তমান সময়ে এই বিশেষ অফারের কারণেই বহু মানুষের ভিড় লেগে থাকছে।
Sarthak Pandit