TRENDING:

Nail Art : বর্ণময় অর্পিতার আগ্রহ নেল আর্টেও! কী এই সাজ, এর জন্য কীভাবে যত্ন নেবেন নখের, জানুন

Last Updated:

Nail Art : ফ্যাশনেবল অর্পিতার নেল আর্টেও আগ্রহ আছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসএসসি দুর্নীতি কাণ্ডে এখন শিরোনামে অর্পিতা মুখোপাধ্যায়৷ চর্চিত তাঁর রঙিন জীবনও৷ তাঁর ফেসবুক বলছে তরুণীর জীবন বর্ণময়৷ অবশ্য মডেলিং তথা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলে জীবন রঙিন হওয়ার সম্ভাবনাই বেশি৷ বেশ কিছু বাংলা, ওড়িয়া ও দক্ষিণী ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ ইদানীং মন দিয়েছিলেন প্রযোজনাতেও৷ পাশাপাশি তিনি বেড়াতে যেতে এবং সাজতেও ভালবাসেন৷ ফ্যাশনেবল অর্পিতার নেল আর্টেও আগ্রহ আছে৷
অর্পিতার ছবি ফেসবুক থেকে, এবং নেল আর্টের ছবি ফাইল চিত্র
অর্পিতার ছবি ফেসবুক থেকে, এবং নেল আর্টের ছবি ফাইল চিত্র
advertisement

নেল আর্ট হল হাত ও পায়ের নখকে চিত্রিবিচিত্র করে সাজানো৷ একাধিক নেলপলিশের রঙের সঙ্গে মিলিয়ে মিশিয়ে বসানো হয় নানারকম সাজ-উপকরণও৷ তবে নেল আর্টের জন্য কিন্তু নখের যত্ন নিতে হয় ৷ না হলে নেল আর্ট করা যাবে না৷ করলেও দেখতেও ভাল লাগে না৷ কী করে যত্ন নেব নেল আর্টের জন্য? আসুন, জেনে নিই-

advertisement

# নখকে এবড়ো খেবড়ো ভাবে বাড়তে দেবেন না৷ নিয়মিত ট্রিম করুন নখ৷ সব সময় স্নানের পর নখ কাটুন ৷ তখন নখ নরম থাকে ৷ প্রতি বার নখ কাটার পর ফাইল করতে ভুলবেন না৷ নেইল কিটের সাজ সরঞ্জাম নিয়মিত জীবাণুমুক্ত করুন ৷

আরও পড়ুন : টাকা ছুঁতে, গুনতে এমনকি খরচ করতেও তীব্র অনীহা ও আতঙ্ক! জানুন সেই ফোবিয়ার কথা

advertisement

# কমদামী নেল পলিশ ব্যবহার করবেন না৷ নামী সংস্থার নেলপলিশ ব্যবহার করুন ৷ নিম্নমানের নেল পলিশ ব্যবহার করলে নখে হলুদ প্রলেপ পড়তে পারে ৷

# নেল পলিশের মতো নেল রিমুভারও নামী সংস্থার ব্যবহার করুন ৷ নেল পলিশ পরার সময় বেস কোট, টপ কোট ব্যবহার করুন ৷

# নখ নিয়মিত ময়শ্চারাইজ করুন ৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে নখে ভাল করে ক্রিম মাখুন৷ আমন্ড বা অ্যাভোকাডো অয়েল নখে লাগান ৷ কিউটিকল ময়শ্চারাইজার রাখুন হাতের কাছে৷

advertisement

আরও পড়ুন :  উদ্বেগ বাড়িয়ে মাঙ্কিপক্সের নতুন ৩ লক্ষণ খুঁজে পেলেন বিশেষজ্ঞরা, এখনই সতর্ক না হলে বিপদ

# ডায়েটে রাখুন প্রোটিন, ওমেগা থ্রি, ভিটামিন এ, বি এবং সি জাতীয় খাবার৷ এতে নখ ভাল থাকবে ৷

advertisement

# নখ শুকনো রাখার চেষ্টা করবেন ৷ স্নান, সাঁতার কাটা বা জলের অন্যান্য কাজের পর নখ খুব ভাল করে মুছে নিন৷

# দাঁত দিয়ে নখ কাটার বদ অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

# বর্ষায় নখকুনির সমস্যা খুব প্রচলিত ৷ সেদিকে নজর রাখুন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nail Art : বর্ণময় অর্পিতার আগ্রহ নেল আর্টেও! কী এই সাজ, এর জন্য কীভাবে যত্ন নেবেন নখের, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল