TRENDING:

Cholesterol and Blood Sugar Control Tips: ক্যানসার প্রতিরোধী এই কমদামি বুনো পাতার গুণেই পালায় ব্লাড সুগার, কোলেস্টেরলও!

Last Updated:

Cholesterol and Blood Sugar Control Tips: নদীমাতৃক বাংলার গ্রামের আদাড়ে বাদাড়ে নিতান্ত অবহেলায় জন্ম এ গাছের। সস্তায় পুষ্টির আধার হিসেবে এক সময় ঘরে ঘরে এই শাকের কদর ছিল আকাশছোঁয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলা প্রবাদে আদি অনন্তকাল থেকে বলা হয় ‘আমার কথাটি ফুরলো, নটেগাছটি মুড়লো’। কখনও ভেবে দেখেছেন কি কেন সব সময় নটেশাকের কথাই বলা হয় মুড়িয়ে তুলে নেওয়ার প্রসঙ্গে? অন্য শাকের কথা বলা হয় না এখানে।
advertisement

নটে বা কাঁটা নটে গুল্ম জাতীয় উদ্ভিদ। নদীমাতৃক বাংলার গ্রামের আদাড়ে বাদাড়ে নিতান্ত অবহেলায় জন্ম এ গাছের। সস্তায় পুষ্টির আধার হিসেবে এক সময় ঘরে ঘরে এই শাকের কদর ছিল আকাশছোঁয়া। তাই মুড়িয়ে বা গাছ প্রায় ফাঁকা করে দিয়ে তুলে নেওয়া হত সব পাতা। এতটাই ছিল এর চাহিদা। তাই অন্য সব শাক বাদ দিয়ে নটেগাছের কথাই বলা হয় প্রবাদে।

advertisement

সহজলভ্য এই শাকের পুষ্টিগুণ নিয়ে বলেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ

এই শাকের অন্যতম গুণ হল শরীরে খারাপ কোলেস্টেরল কমানো। এই শাকের চড়া ফাইবার সাহায্য করে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে। এই শাকের টোকোট্রিয়েনলস, এক ধরনের ভিটামিন ই কোলেস্টেরল কমিয়ে দেয়।

advertisement

ব্লাড সুগার নিয়ন্ত্রণ

নটেশাকের অ্যান্টি হাইপারগ্লাইসেমিক উপাদান টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়। এই পাতার উদ্ভিজ্জ প্রোটিন রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমায়।

ক্যালসিয়ামের ঘাটতি কমায়

নটেশাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। হাড়ের সুস্থতা ও ঘনত্ব বজায় থাকে। হাড়ের যে কোনও অসুখ রোধ করে এই শাকের গুণ।

advertisement

আরও পড়ুন : শীত পড়তেই এই কাজ করছেন! সাবধান! নাকাল হতে পারেন কোষ্ঠকাঠিন্যে

ক্যানসার প্রতিরোধী

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

নটেশাকের অ্যামিনো অ্যাসিড লাইসিন খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন সি ক্যানসারের আশঙ্কা রোধ করে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cholesterol and Blood Sugar Control Tips: ক্যানসার প্রতিরোধী এই কমদামি বুনো পাতার গুণেই পালায় ব্লাড সুগার, কোলেস্টেরলও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল