ডার্ক সার্কেল এবং ফোলাভাব দূর করে: চোখের নীচে কালো দাগ পড়ে পান্ডাদের মতো দেখাচ্ছে! ফুলে গিয়েছে চোখের নিচের অংশ। অনিয়মিত ঘুমের কারণে এমনটা হতে পারে। অ্যালোভেরায় রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কালো দাগ দূর করে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে।
লালভাব প্রশমিত করে: অ্যালোভেরার পাতা থেকে নিষ্কাশিত জেল ময়শ্চারাইজারের চেয়েও বেশি মাস্কের কাজ করে। এটা নিয়মিত লাগালে ত্বক আর্দ্র থাকে। সংবেদনশীল ত্বকের জন্যও এটা দারুণ কার্যকরি।
advertisement
চুল পড়া রোধ করে: অ্যালোভেরা চুলকে মজবুত করে। কোষের টার্নওভার বাড়িয়ে চুল পড়া আটকায় এবং ক্ষতিগ্রস্থ চুল মেরামত করে। মাথার ত্বক মুখের ত্বকেরই অংশ। তাই অ্যালোভেরা জেল মাথার ত্বককে পুষ্ট করতেও সাহায্য করতে পারে।
আরও পড়ুন: চোখের ইশারায় কুপোকাত করেছিলেন প্রিয়া! এই দৌড়ে পিছিয়ে নেই বলিসুন্দরীরাও
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে: অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত। ত্বক এটাকে জাদুর মতো শোষণ করতে পারে। ত্বককে করে নরম এবং কোমল, কোনও রাসায়নিক ছাড়াই। এর হালকা জেলের মতো টেক্সচার সব ধরনের ত্বকেই লাগানো যায়।
রোদে পোড়া ভাব প্রশমিত করে: সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যায় ঘরে ঢোকার সময় যদি ত্বক বিটরুটের মতো ফুটকি ফুটকি দাগে ভরে যায় তাহলে অ্যালোকে হ্যালো বলতেই হবে। হালকা রোদে পোড়া, ফ্রেকলস বা গাঢ় দাগ থেকে মুক্তি দিতে এর জুড়ি নেই।
ব্রণ এবং সংক্রমণ কমায়: ত্বকের ছিদ্রমুখ পরিষ্কার করে দেয় অ্যালোভেরা। ফলে ব্রণ হয় না। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ প্রতিরোধ করে। একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সংক্রমণের কারণে চুলকানি থেকে মুক্তি দেয়।
খুশকি থেকে মুক্তি: অ্যালোভেরা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলীতে সমৃদ্ধ। তাই এটা মাথার ত্বককে ঠান্ডা রাখে। খুশকি এবং অস্বস্তিকর চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। মাথার ত্বকে পুষ্টি যোগায় এবং হাইড্রেটেড থাকে।
অকালবার্ধক্য রোধ করে: ত্বকে যদি টানটান চেহারা হারায়, বলিরেখা দেখা দেয় তাহলে অ্যালোভেরা ব্যবহার করতে হবে। এটা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলি থেকে মুক্তি দেয়।
ফাটা ত্বক নিরাময় করে: শীতে ত্বক ফাটা সবারই সমস্যা। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত নিরাময়ের জন্য, অ্যালোভেরার একটি পাতা ত্বকে ঘষলেই নিমেষে সেরে যাবে।
প্রাকৃতিক মাউথওয়াশ: অ্যালোভেরার নির্যাসে রয়েছে ভিটামিন সি। দাঁতের প্লাক ব্লক করার ক্ষমতা রাখে। এর প্রদাহবিরোধী গুণাবলীর কারণে রক্তপাত বা মাড়ির ফোলা নিরাময় করে। লাখ টাকার হাসির জন্য মুখে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরার রস, ব্যস!
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)