TRENDING:

টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন? রোজ খান অ্যালয় ভেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বে ক্রমাগত বেড়ে চলা শারীরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম টাইপ টু ডায়াবেটিস৷ ওষুধের পাশাপাশি বিভিন্ন টোটকার ওপরও এখন ভরসা রাখছেন আক্রান্তরা৷ অ্যাপল সিডার ভিনিগার, করলার রসের মতোই ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই হতে পারে অ্যালয় ভেরা৷ জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
advertisement

ডায়াবেটিস ইন কন্ট্রোল-এর রিপোর্ট অনুযায়ী হোমিওপ্যাথিতে অ্যালয় ভেরাকে ডায়াবেটিস, সানবার্ন ও পেটের অসুখের অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে৷ ইরানের গবেষকরা ৪৭০ জন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়ে একটি সমীক্ষা করেন৷ তারা অংশগ্রহণকারীদের তিন ভাগে ভাগ করেন৷ একদলকে দেওয়া হয় অ্যালয় ভেরা, একদলকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়, তৃতীয় দলকে কোনও চিকিৎসাই দেওয়া হয়নি৷ দেখা যায়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তরা নিয়মিত অ্যালয় ভেরা গ্রহণ করলে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে৷

advertisement

২০১০ সালে ইউনিভার্সিটি অফ প্যাসিফিকের একটি গবেষণার রিপোর্টেও উঠে আসে নিয়মিত অ্যালয় ভেরা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ২২.৬ শতাংশ পর্যন্ত কমতে পারে৷ প্যারাডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অ্যালয় ভেরার সাহায্য নেওয়া যেতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অ্যালয় ভেরা জুস, জেল, পাউডার, এক্সট্রাক্ট এমনকী অ্যালয় ভেরার পাতা গুঁড়ো করেও খেতে পারেন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন? রোজ খান অ্যালয় ভেরা