TRENDING:

Alipurduar News: সত্যিই ‌যেন 'রূপসি'! সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? ঢুঁ মারুন তোর্ষা পাড়ে, ফিরতে চাইবেন না...

Last Updated:

Alipurduar News: নতুন বছরের শুরুতে এই পিকনিক স্পটের যাত্রা শুরু হয়েছে। এই পিকনিক স্পটটির নাম রূপসী পিকনিক স্পট। রায়ডাক নদী বয়ে চলেছে, দেখা যায় পাহাড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: তোর্ষা পাড়ের পিকনিক স্পটগুলিতে গিয়ে পিকনিক চলছে অনেক। একটু স্বাদ বদল করতে চলে আসুন রায়ডাক নদীর তীরে। এখানে গড়ে উঠেছে এক পিকনিক স্পট। জেলাবাসী তো রয়েছে পাশাপাশি অসম থেকেও মানুষ আসছেন এই এলাকায় পিকনিক করতে।
advertisement

নতুন বছরের শুরুতে এই পিকনিক স্পটের যাত্রা শুরু হয়েছে। এই পিকনিক স্পটটির নাম রূপসী পিকনিক স্পট। রায়ডাক নদী বয়ে চলেছে, দেখা যায় পাহাড়। তার পাশেই রয়েছে ছোট দলদলি এলাকা। এখানেই গড়ে তোলা হয়েছে পিকনিক স্পটটি।রূপসী পিকনিক স্পট তৈরি করেছেন এলাকাবাসীরা। পুরো পিকনিক স্পটটির দেখভাল করেন গ্রামবাসীরা।

আরও পড়ুন-১৯ বছর পর শুক্র-রাহুর মহামিলন…! দুর্লভ সংযোগে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপাবে ৫ রাশি, অঢেল টাকার ফোয়ারা, কাদের রাজকীয় সুখ

advertisement

৩১ নম্বর সি জাতীয় সড়কের তেলিপাড়া চৌপথী বা পশ্চিম চকচকা চৌপথী হয়ে খোয়ারডাঙা পৌঁছে সেখান থেকে ছোট দলদলির বেলতলা পার করেই রূপসী পিকনিক স্পটে যাওয়া যায়। এলাকার বাসিন্দারা জানান, তোর্ষা পাড়ে প্রচুর পিকনিক হয়। কুমারগ্রাম, শামুকতলার মানুষেরা যান। কিন্তু রায়ডাক নদীর ধারে পিকনিক স্পট তৈরি সম্ভব, এই বিষয়টি ধারণার বাইরে সকলের।

advertisement

আরও পড়ুন-অকালে সব শেষ! চন্দ্রমৌলির মৃত্যুতে শোকে পাথর রূপম ইসলাম, কল্যাণীর মঞ্চে যা করল ফসিলস…

রায়ডাক-২ নম্বর নদীর তীরে, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে পিকনিকে মেতে উঠতে পারবেন সাধারণ মানুষ। শৌচালয় থেকে শুরু করে জলের ব্যবস্থা সব থাকবে। এই বছরই প্রথম পিকনিক স্পটটি চালু করা হয়েছে। উদ্যোক্তারা জানান, খুব কম খরচে এখানে পিকনিক করতে পারবেন বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar News: সত্যিই ‌যেন 'রূপসি'! সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? ঢুঁ মারুন তোর্ষা পাড়ে, ফিরতে চাইবেন না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল