নতুন বছরের শুরুতে এই পিকনিক স্পটের যাত্রা শুরু হয়েছে। এই পিকনিক স্পটটির নাম রূপসী পিকনিক স্পট। রায়ডাক নদী বয়ে চলেছে, দেখা যায় পাহাড়। তার পাশেই রয়েছে ছোট দলদলি এলাকা। এখানেই গড়ে তোলা হয়েছে পিকনিক স্পটটি।রূপসী পিকনিক স্পট তৈরি করেছেন এলাকাবাসীরা। পুরো পিকনিক স্পটটির দেখভাল করেন গ্রামবাসীরা।
advertisement
৩১ নম্বর সি জাতীয় সড়কের তেলিপাড়া চৌপথী বা পশ্চিম চকচকা চৌপথী হয়ে খোয়ারডাঙা পৌঁছে সেখান থেকে ছোট দলদলির বেলতলা পার করেই রূপসী পিকনিক স্পটে যাওয়া যায়। এলাকার বাসিন্দারা জানান, তোর্ষা পাড়ে প্রচুর পিকনিক হয়। কুমারগ্রাম, শামুকতলার মানুষেরা যান। কিন্তু রায়ডাক নদীর ধারে পিকনিক স্পট তৈরি সম্ভব, এই বিষয়টি ধারণার বাইরে সকলের।
আরও পড়ুন-অকালে সব শেষ! চন্দ্রমৌলির মৃত্যুতে শোকে পাথর রূপম ইসলাম, কল্যাণীর মঞ্চে যা করল ফসিলস…
রায়ডাক-২ নম্বর নদীর তীরে, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে পিকনিকে মেতে উঠতে পারবেন সাধারণ মানুষ। শৌচালয় থেকে শুরু করে জলের ব্যবস্থা সব থাকবে। এই বছরই প্রথম পিকনিক স্পটটি চালু করা হয়েছে। উদ্যোক্তারা জানান, খুব কম খরচে এখানে পিকনিক করতে পারবেন বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ।
Annanya Dey