TRENDING:

কালো ছাপা শাড়িতে ছাদে জনপ্রিয় হিন্দি গানে দুরন্ত নাচ যুবতীর, কেঁপেছে সোশ্যাল মিডিয়া

Last Updated:

যুবতীর নাচে ফেসবুকে তোলপাড় হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের ফেসবুকে ঝড় তুললেন এক যুবতী ৷ এর আগে তিনিই দুর্দান্ত ভিডিওতে গোটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ছিলেন ৷ পিকনিকে গিয়ে বন্ধুদের সঙ্গে তাঁর তুমুল নাচ সবারই নজরে এসেছে ৷ এইবাক ফের ধামাকা এই যুবতীর অন্য এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ছাদের উপরে শাড়ি পরে গোবিন্দ-সুস্মিতা সেন-রম্ভার অভিনীত একটি গানে ৷ ছাদের উপরে দুরন্ত নাচ নেচেছেন ৷ সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ২০০১ সালে ছবিটি মুক্তি পেয়েছিল, ছবির নাম কিঁউ কী ম্যায় ঝুট নেহি বোলতা ৷
advertisement

উদিত নারায়ণ, পূর্ণিমা, সাধনা সরগমের সুরে গানটি ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল ৷ এই ছবিতে সুর দিয়েছেন দেব কোহলি ৷ ছবিটি বেশ মজার হাস্য কৌতুকে পরিপূর্ণ ৷ ছবিটিতে এমন কিছু সত্যি কথা যা সবার সামনে বলা যায়না বলা যায় ৷ বেশ মজার ছবি প্রতিটি পরতে পরতে রয়েছে আনন্দ ৷ এই গানের উপরে শ্যুট করা ভিডিও ৷ এই গানের সঙ্গে দুরন্ত নাচ নেচে ভাইরাল হয়েছেন যুবতী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

তিনি ফেসবুকে বেশ সক্রিয় মাঝে মধ্যে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে আসেন তিনি ৷ একনজরে দেখে নিন সেই ভিডিও ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কালো ছাপা শাড়িতে ছাদে জনপ্রিয় হিন্দি গানে দুরন্ত নাচ যুবতীর, কেঁপেছে সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল