কার্পেটে নানারকম জীবাণু বাসা বাঁধে। কাজেই, ঘর সাজাতে ব্যবহার করুন দড়ি বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হালকা ওজনের কার্পেট, যা ক'দিন অন্তর সহজেই ধুয়ে নিতে পারবেন। মাইক্রোআভেন, কম্পিউটার, এলইডি থেকে বেরনো রশ্মি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
প্লাস্টিক পেন্টও মারাত্মক! এগুলো শ্বাসনিরোধক। মুখে প্লাস্টিক বেঁধে রাখলে আমাদের যেমন হাঁসফাঁস অবস্থা হয়, তেমনি ঘরে প্লাস্টিক পেন্ট করালেও ঘরের কষ্ট হয়। শাস্ত্রমতে, বাস্তু আমাদের 'তৃতীয় ত্বক'। চামড়ায় ময়লা জমে যেমন অসুখ হয়, তেমনই বাড়িতে ময়লা জমলে, পর্যাপ্ত হাওয়া চলাচল না করলেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।
advertisement
কিন্তু এইসব জিনিস আমাদের আধুনিক জীবনের অঙ্গ। এগুলো ছাড়া জীবন চলা কঠিন! তা হলে কী উপায়? রয়েছে সমাধানও! এইসমস্ত বস্তুর খারাপ প্রভাব কাটাতে পারে একমাত্র গাছ। যেমনব- রবার, পিস লিলি, গোল্ডেন পথস, ফিকাস। বাড়ি সাজানোর মুখোশের ব্যাপারেও সচেতন থাকুন। দেব-দেবীর মুখোশ শুভ, কিন্তু ভয়ানক মুখ বা রাক্ষসের মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।