TRENDING:

Relationships: ভালোবাসার নামে ছড়ি ঘোরাচ্ছেন না তো মনের মানুষ? এই লক্ষণ দেখে বুঝুন

Last Updated:

বাইরে থেকে পারফেক্ট মনে হলেও সম্পর্কে ভেতরে এই সমস্যাগুলো নেই তো? বুঝবেন কীভাবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্পর্কে অধিকারবোধ এবং ম্যানিপুলেশনের মাঝে একটা সুক্ষ্ম রেখা থাকে। ভালোবাসার কারনে অনেকসময়ই সেটা আমরা বুঝতে পারিনা। কিন্তু সম্পর্ককে অনেক দূর নিয়ে যেতে হলে এই বিষয়ে সচেতন থাকা ভালো নয়তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। বাইরে থেকে পারফেক্ট মনে হলেও সম্পর্কে ভেতরে এই সমস্যাগুলো নেই তো? বুঝবেন কীভাবে? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
advertisement

দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা

এক্ষেত্রে দেখা যায় পার্টনার সামান্যতম বিষয় নিয়েও অপরজনকে হেনস্থা করতে ছাড়েন না। সবসময় চেষ্টা করেন উল্টোদিকের মানুষটির ওপর দোষ চাপিয়ে দিতে। অনেকে আবার এমন ভাব দেখান যেন ভালোবাসেন জন্যই পার্টনারের সব দোষ-ত্রুটি মেনে নিচ্ছেন। এগুলো আসলে পরোক্ষভাবে কাছের মানুষকে আয়ত্তে রাখার কৌশল।

পার্টনারকে সকলের থেকে বিচ্ছিন্ন রাখা

advertisement

অধিকারপ্রবণ মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে প্রথম প্রথম একটা মিষ্টি অনুভূতি আসে। সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে একসঙ্গে থাকার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার থাকলেও কালক্রমে তাই বিপদ হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত দেখা যায় অন্য পুরুষ-মহিলার কথা তো ছেড়েই দিন আত্মীয়-বন্ধু এমনকি পরিবারের মানুষদের সঙ্গেও এরা মেলামেশা করতে দেবেন না।

নিজেকে নিরপরাধ প্রমাণ করা

advertisement

পার্টনারের দোষ চোখে পড়লেও নিজেকে নিয়ে এরা খুব সজাগ। এদের ব্যবহার নিয়ে কাছের মানুষটি কিছু বলতে গেলে এরাই হয়তো দু’চারটে কথা শুনিয়ে দেবেন। কেউ আবার ‘সব দোষ আমার’ বা ‘আমি তোমার যোগ্য নই’ এসব বলে সমবেদনা আদায় করতে চেষ্টা করেন অথচ নিজেকে পরিবর্তন করতে চাননা।

সম্পর্ক শুরুর ক্ষেত্রে অধিকার দেখানো

advertisement

এইরকম মানুষ আমরা অনেকেই হয়তো দেখেছি। এরা সম্পর্কের শুরু থেকেই প্রায় জোড় করে ভালোবাসা আদায় করার চেষ্টা করেন। বারবার উল্টোদিকের মানুষটাকে ভালোবাসার কথা বলতে চাপ দেন। অনেকে হয়তো বুঝতেও পারেননা পার্টনার আসলে অধিকার দেখাচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে সম্পর্কে জড়িয়ে যান।

কৌশলে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা

এরা সাধারণত পার্টনারের সঙ্গে সরাসরি ঝামেলা বা বিবাদে জড়ান না আবার নিজে বিবাদ থেকে মেটাতেও চান না। মনক্ষুন্ন হওয়ার ভান করে কৌশলে কাজ করিয়ে নিতে চান। পার্টনার যতক্ষণ না পর্যন্ত এদের কথা মেনে না নেবেন ততক্ষণ এরা কোনও কিছুতে সহযোগীতা করবেন না।

advertisement

গ্যাসলাইটিং (Gaslighting)

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মনোবিদ্যায় সাধারণত এই শব্দটি ব্যবহার করা। একজন কোনও বিষয় নিয়ে যখন অন্য জনের কথা বলতে যায় তখন আলোচনার পরিবর্তে সম্পূর্ণ বিষয়টাই ঘুরিয়ে দেওয়া হয় প্রথম জনের দিকে। অর্থাৎ অধিকারপ্রবণ বা ম্যনিপুলেটিভ পার্টনারের সঙ্গে তাদের কোনও সমস্যা নিয়ে কথা বলতে গেলে উল্টোদিকের মানুষটিকেই তারা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationships: ভালোবাসার নামে ছড়ি ঘোরাচ্ছেন না তো মনের মানুষ? এই লক্ষণ দেখে বুঝুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল