TRENDING:

Saving For Home Loan: স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব

Last Updated:

A down payment for a home is crucial for several reasons: ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়৷ তবে এখন কিছু কিছু সরকারি, বেসরকারি প্রকল্পতে ৫ থেকে ১০ শতাংশ ডাউন পেমেন্টেও ঘর কিনে ফেলা সম্ভব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতবর্ষে বাড়ি কেনা কেবল দরকার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ৷ ভারতে আজও একটা পরিবারের মান বিচার হয় স্থায়ী বাড়িকে কেন্দ্র করে৷ সেই জন্য অন্যান্য দেশের তুলনায় এই দেশে বাড়ি কেনার চাহিদা অনেক বেশি৷ গ্লোবাল সমীক্ষক সিবিআরই (CBRE) অনুযায়ী, প্রায় ৪৪ শতাংশ কম বয়সী ভারতীয়দের মধ্যে নিজের বাড়ি কেনার ইচ্ছা রয়েছে৷ কিন্তু এই স্বপ্নপূরণ করার জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনা৷
স্বপ্নের বাড়ি কেনার জন্য কী করবেন? (Representative image)
স্বপ্নের বাড়ি কেনার জন্য কী করবেন? (Representative image)
advertisement

ডাউন প্রেমেন্ট

ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়৷ তবে এখন কিছু কিছু সরকারি, বেসরকারি প্রকল্পতে ৫ থেকে ১০ শতাংশ ডাউন পেমেন্টেও ঘর কিনে ফেলা সম্ভব৷ তাই বাড়ি কেনার আগে কী কী সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই নিয়ে সচেতন হন৷ তবে ঘর কেনার আগে যত বেশি ডাউন পেমেন্ট দিয়ে ফেলা যায় ততটাই ভাল৷ এর ফলে পরবর্তী ক্ষেত্রে লোনের পরিমাণ অনেকটা কম পড়বে৷

advertisement

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় নাচ মহিলার, ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গেলেন শিশু-সহ এক ব্যক্তি

সঞ্চয়ের অভ্যাস

অর্থনীতির ক্ষেত্রে দু’ধরনের লক্ষ্য থাকে, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল৷ কতদিন পর আপনি বাড়ি কিনতে চান, কত টাকার বাড়ি কিনতে চান? এই সব কিছুর উপর শর্ট টার্ম বা লং টার্ম গোল নির্ভর করে৷ লং টার্ম গোলের জন্য ব্যাঙ্কে না রেখে ইনভেস্ট করাই ভাল৷ প্রত্যেকের আয় অনুযায়ী এই ইনভেস্টমেন্ট পরিকল্পনা করা দরকার৷

advertisement

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

সঠিক অর্থনৈতিক পরিকল্পনা

একটা স্বপ্নের বাড়ি কেনার জন্য প্রথম থেকেই পরিকল্পনা দরকার৷ সঠিক অর্থনৈতিক পরিকল্পনা না থাকলে কত টাকা সঞ্চয় করা সম্ভব? কত টাকা বাড়তি খরচ হচ্ছে? কোন জায়গা থেকে টাকা বাঁচানো সম্ভব? এই সব কিছুর জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনার৷ চেষ্টা করুন, অন্তত আয়ের একের তৃতীয়াংশ বাড়ির ডাউন প্রেমেন্টের জন্য সঞ্চয় করে রাখতে৷

advertisement

ভবিষ্যতের বাজেট পরিকল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

প্রতিবছর মূল্যবৃদ্ধির জন্য আমাদের জীবন যাত্রার মানের হেরফের ঘটে৷ হোম লোন নিলে কিন্তু বেশ কয়েকবছর টানতে হবে৷ তাই লোনের আগে একবার ঘরের বাজেট করে নিন৷ ভবিষ্যতে কোন কোন জায়গায় খরচ বৃদ্ধির আশঙ্কা আছে, কতটা এমার্জেন্সি ফান্ড রাখার প্রয়োজন রয়েছে, সব কিছু ভেবে তারপরই কতটা সুদ বহন করতে পারবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নিন৷ খেয়াল রাখুন সুদ দেওয়ার জন্য প্রতিদিনের খরচের উপর যেন রাশ টানতে না হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saving For Home Loan: স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল