পয়লা প্রোপোজ: প্রত্যেকতা প্রোপোজালই প্রথম প্রোপোজাল!
পয়লা থাপ্পড়: মনে মনে প্রতিদিন।
পয়লা আপস: এখনও করতে হয়নি!
পয়লা ইন্টারভিউ: ইটিভি বাংলায়।
পয়লা চিঠি: প্রতিটা চিঠিই 'পয়লা' চিঠি!
পয়লা কাছে পাওয়া: তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালবাসার ধন...
advertisement
পয়লা ভুলে যাওয়া: খারাপ যা কিছু!
পয়লা উপহার:
ক) পাওয়া- ভালবাসার মানুষদের কাছ থেকে যখনই যা-কিছু পাই, মনে হয় এটাই 'পয়লা'!
খ) দেওয়া- একবার দিলে মনে হয় বারবার দিই! পাওয়ার থেকে দেওয়ার আনন্দ হাজারগুণ বেশি!
পয়লা নেশা: অভিনয়! পয়লা ও শেষ!
পয়লা প্রতিশ্রুতি: ভালবাসি, ভালবাসব!
advertisement
পয়লা পকেটমানি: প্রায় ২৫ বছর আগে।
পয়লা রোজগার: ২৫ বছর আগে।
Location :
First Published :
April 13, 2019 10:40 AM IST