TRENDING:

মিথুনের জন্য দিনটি দারুণ, বৃশ্চিকরা সাবধান, জেনে নিন আপনার রাশি কী বলছে

Last Updated:

কেমন যাবে আজকের আপনার দিন ৷ দেখে নিন আজকের রাশিফল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেমন যাবে আজকের আপনার দিন ৷ দেখে নিন আজকের রাশিফল ৷
advertisement

মেষ- আপনার আজকের দিনটা মধ্যম|মাথায় যন্ত্রণায় সকালের দিকে কষ্ট পেতে পারেন|কোন প্রাক দুঃসাহসিক সিদ্ধান্তে অসফলতা লাভের যোগ|কর্মস্থানে ছোটখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে|ব্যাবসায়ীরা ১২ থেকে ২ টোর মধ্যে অর্থ বিনিযোগ করুন|

বৃষ- আপনার আজকের দিনটি মধ্যম| কোনও আইনি জটিলতায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন| পরোপকারের কারণে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধিআপনার আজকের দিনটি মধ্যম| পাবলিশিং অ ট্রেডিং সংক্রান্ত কর্মে যুক্ত থাকলে সফলতা পাবেন| নকল কোনও জিনিস কিনতে গিয়ে ঠকতে হতে পারে|

advertisement

মিথুন- আপনার আজকের দিনটি শুভ| কোনওপ্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না| পৈতৃক ব্যবসা সম্প্রসারণের বিষয়ে নতুন কোনও পরিকল্পনা নিতে পারেন| দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির হস্তক্ষেপে সমস্যা মিটতে পারে|

কর্কট- আপনার আজকের দিনটি মধ্যম| হজমজনিত সমস্যা বা গ্যাসট্রিকের সমস্যা থাকলে সাবধান থাকুন| কোনও হঠকারিতামূলক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন| কর্মক্ষেত্রে সহকর্মীদের মতামতের গুরুত্ব দিন| অপরের কাছ থেকে ঋণ গ্রহণের যোগ রয়েছে|

advertisement

সিংহ- আপনার আজকের দিনটি মধ্যম| দিনের শুরুতে কোনও বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন| প্রেমজ সম্পর্কের পরিণতি নিয়ে কিছুটা হতাশা আসতে পারে| ব্যবসায়ীরা নতুন কোনও গঠনমূলক পরিকল্পনা নিতে পারেন|

কন্যা- আপনার আজকের দিনটি শুভ| নতুন কোনও পরিকল্পনা বিনিয়োগ বা প্রতিষ্ঠানমূলক কোনও বিষয়ে আজ আলোচনার দিন| দীর্ঘদিনের কোনও আশাপূরণ হতে পারে| আপনার উপস্থিত বুদ্ধি দ্বারা সকল সমস্যা কাটিয়ে উঠে কার্যোদ্ধার করুন|

advertisement

তুলা- আপনার আজকের দিনটি শুভ| নিজের আত্মশক্তির ওপর জোর রেখে সকল সিদ্ধান্তগুলি নিন| স্বজনমহলে আজ আপনি সমালোচনার বিষয় হতে পারেন| কর্মস্থলে আপনার অমায়িক ব্যবহারের দ্বারা সকলের মন জয় করুন| তরল খাদ্য দ্রব্য ও কেমিকেলজাত দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ রয়েছে|

বৃশ্চিক- আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত|পায়ের হাড় বেড়ে ব্যাথা হতে পারে|কর্মস্থানে নায্য পাওনা আদায়ে নিয়ে উর্ধ্ধতনের সাথে আলোচনায় বসুন|কোন ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে|

advertisement

ধনু- আপনার আজকের দিনটি মধ্যম| গলায় টনসিলের ব্যথা বাড়তে পারে| গুরুজনের পরামর্শে কর্মক্ষেত্রে অগ্রগতি| সাহিত্য ও দর্শন চর্চায় অনুরাগ বৃদ্ধি ও সাফল্যলাভ| সৌন্দর্যসামগ্রী ও রেডিমেড বস্ত্রদ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করুন|

মকর- আপনার আজকের দিনটি মধ্যম| বিভিন্ন উপায়ে বা বিকল্প পথে অর্থাগমের সুযোগ আসতে পারে| আই টি সেক্টর ও ফিনান্সিয়াল কোনও কর্মে যুক্তি ব্যক্তিরা কর্মে দক্শতা ও সুনাম পাবেন| কোনও তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা করতে পারেন|

কুম্ভ- আপনার আজকের দিনটি মধ্যম| মুখমণ্ডলের কোনও সমস্যা আসতে পারে| কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আজ আর্থিক লেনদেনের কোনও ব্যাপার থাকে দুপুর ২.২০ থেকে ৩.৪০ এর মধ্যে করুন|

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মীন- আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত| হাড়ের কোনও ব্যথা বাড়তে পারে| কর্মস্থলে পুরনো কোনও শত্রুতা বিষয়ে সাবধান থাকুন| বিদ্যার্থীরা কিছুটা অমনোযোগের কারণে শুভ ফল পাবেন না| প্রিয়জনের বিষয়ে কোনও সুখবর পেতে পারেন|

বাংলা খবর/ খবর/কলকাতা/
মিথুনের জন্য দিনটি দারুণ, বৃশ্চিকরা সাবধান, জেনে নিন আপনার রাশি কী বলছে