বৃহস্পতিবার এ নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘গ্রিন ট্রাইবুনালের অর্ডার রয়েছে। ১৫ বছরের মাপকাটিতে সমস্ত গাড়িকে ফেলে দেওয়ার বিপক্ষে আমরা। মালিকদের পক্ষ নিয়ে আদালতের দ্বারস্থ হব। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ।’
advertisement
সময়ের সঙ্গে সঙ্গে সরে যেতে হয় এটাই কালের নিয়ম। পরবর্তীতে সেই রুট পারমিট-সহ অন্যান্য বিষয় পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন মালিকেরা বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। নতুন গাড়ি বিশেষ করে ই-ভেহিকেল কেনার বিষয়ে সরকারের দেওয়া সুবিধা অবশ্যই পাবেন মালিকেরা।
আরও পড়ুন: চিয়া সিডস খেয়ে ওজন কমে? একদমই না, কারণ ঠিক সময়ে খেতে হবে! জানুন ডাক্তারের পরামর্শ
পরিবহণ দফতর ও হলুদ ট্যাক্সি সংগঠনের সূত্রে খবর, কলকাতায় ১০ থেকে ১২ হাজার হলুদ ট্যাক্সি চলত। সংখ্যাটা কমতে কমতে এখন সাড়ে চার থেকে পাঁচ হাজার হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তায় রয়েছে। জানুয়ারিতে নতুন নিয়ম লাগু হলে এই সংখ্যাটা দুই থেকে আড়াই হাজার অর্থাৎ ৫০ শতাংশ কমে যাবে।
বিশ্বজিৎ সাহা