বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২৬ জানুয়ারি ভোর ৩টে নাগাদ আগুন আমাদের গুদামে ছড়িয়ে পড়েছিল পাশের গুদাম থেকে। আনন্দপুরে আমাদের একটি গুদাম ভস্মীভূত হয়েছে। আমাদের দু’জন কর্মীর মৃত্যু এবং এক জন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যুতে আমরা শোকাহত।’’
নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের গোডাউনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১, নিখোঁজ একাধিক। ১৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে থানায়। দু’টি গোডাউনে আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রবিবারের অভিশপ্ত ভোররাত! ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত নরেন্দ্রপুর থানা এলাকার আনন্দপুরের ডেকরেটর্সের অফিস-গোডাউন। বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু!গোডাউনের পাশেই ডেকরেটর্সের অফিস। সেই অফিসেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলত রান্না! কর্মীদের থাকার জায়গায় একটি মাত্র দরজা! আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়! কোনও মতে সেখান থেকে বেরোন কর্মীরা! জ্বলন্ত অফিস থেকে বেরিয়েও শেষরক্ষা হয়নি! পাশের গোডাউনে আগুন জ্বলায় বাড়ে বিপদ! জ্বলন্ত গোডাউন পেরিয়ে বেরোতে পারেননি কর্মীরা। অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু হয়। ভাঙা কারশেডের নীচে কি আটকে আরও কেউ? এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ।
advertisement
