বাপের বাড়ির অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদে স্বপ্নাকে খুন করেছেন তাঁর স্বামী ড্যানি বৈদ্য ওরফে রাজ। পুলিশ রাজকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
নরেন্দ্রপুরের কুসুম্বা এলাকার বাসিন্দা ওই মহিলার সঙ্গে বছর দশেক আগে মগরাহাটের বাসিন্দা ড্যানির বিয়ে হয়। ড্যানি পেশায় ডেকরেটার্সের কর্মী। দম্পতির বছর আটেকের একটি কন্যা সন্তান রয়েছে ৷ সে হস্টেলে থাকে। বাপের বাড়ির লোকেদের দাবি, বাড়ি করার জন্য মৃত মহিলার বাবা দু’কাঠা জমি লিখে দিয়েছিলেন মেয়েকে।
advertisement
অভিযোগ, সেই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ড্যানি। সেটা না হওয়াতেই তিনি স্ত্রীরে শ্বাসরোধ করে খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন বিষয়টি আত্মহত্যা বলে চালানোর জন্য। যদিও এটা খুন নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।