ভোটার লিস্টের হিসেবে তৃতীয় লিঙ্গের ভোটার। অধিকাংশেরই জীবিকা নির্বাহের উপায় বলতে ট্রেনে-বাসে-ট্রাফিক সিগনালে হাত পাতা। অথবা সদলবলে বাড়ি বাড়ি গিয়ে নবদম্পতি বা সদ্যোজাতকে আশীর্বাদের বিনিময়ে পাওনা আদায়। সমাজের কাছে এখনও অপাংক্তেও। তবে ভোটবাজারে অবহেলিত নন। রাজনৈতিক দল থেকে প্রার্থী - ভোট চাইতে আসেন সকলেই। তবে সরকার গঠনে তাঁদের ভূমিকা থাকলেও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের কোনও ভূমিকাই থাকে না। বলছেন, এরাজ্যের তৃতীয় লিঙ্গের ভোটাররা।
advertisement
২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যের মোট ভোটার ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন। যাঁদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ১৪২৬ জন।
ভোট তাঁরা প্রতিবারই দেন। এবছরও দেবেন। তবে এখনও বৃহন্নলাদের সমাজ চলে তাঁদের মত, তাঁদের নিয়ম মেনে। ভোট দিলে কি সমাজের মূল স্রোতে, স্বাভাবিক নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেওয়া হবে তাঁদের?
ভোট দিলে সমস্যা মিটবে কি না সেই প্রশ্ন তো আছেই। রয়েছে আরও বড় প্রশ্ন - ভোট দিলে সম্মান পাওয়া যাবে কি?