TRENDING:

Hiran Bjp: এবার কি তৃণমূলে 'ঘর ওয়াপসি'? বিজেপি বিধায়ক হিরণের ভাইরাল ছবি ঘিরে জোর শোরগোল!

Last Updated:

অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা হিরণের রাজনীতিতে হাতখড়ি কিন্তু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন হিরণ। তবে একুশের নির্বাচনের আগে হঠাৎ করেই ফুলবদল করতে দেখা যায় তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবারও কি তৃণমূলেই ফিরছেন নেতা-অভিনেতা হিরণ। সম্প্রতি বিজেপি বিধায়কের একটি ছবি ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হুহু করে ভাইরাল হয়েছে সেই ছবি।
advertisement

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিত মাইতির পাশে বসে রয়েছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। আর তাঁদের মাঝখানে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র জল্পনা।

প্রসঙ্গত, চলতি মাসের ১০ জানুয়ারি বিশেষ সূত্র মারফত খবর চাউড় হয়েছিল, বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন৷ যদিও তাঁরা কারা, সে বিষয়ে উচ্চবাচ্য করেননি তৃণমূলের কোনও নেতা। এমনকি, তৃণমূল কংগ্রেস শিবির গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটে বসেছিল। এরই মধ্যে হিরণের এই ছবি ভাইরাল হতে শুরু করায় জল্পনা তীব্র হতে শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ত্রিপুরায় 'একলা চলো' নীতি তৃণমূলের, ভোটের আগে প্রচারে মমতা-অভিষেক

অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা হিরণের রাজনীতিতে হাতখড়ি কিন্তু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন হিরণ। তবে একুশের নির্বাচনের আগে হঠাৎ করেই ফুলবদল করতে দেখা যায় তাঁকে। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পরে তাঁকে খড়্গপুরের টিকিট দেয় বিজেপি। ভোটে জয়ীও হন হিরণ।

advertisement

কিন্তু, রাজনীতির অন্দরে কানাঘুঁষো খবর, সাম্প্রতিক অতীতে বিজেপি-র সঙ্গে দূরত্ব বেড়েছে হিরণের। আর এই দূরত্ব বাড়ার অন্যতম কারণ, পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতানৈক্য। যদিও প্রকাশ্যে কেউ-ই কারও বিরুদ্ধে মুখ খোলেননি কখনও।

আরও পডুন: বিমানের সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় বড় শাস্তির ঘোষণা, ৩০ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার

advertisement

এর মধ্যেই হিরণের এই ছবি ভাইরাল হওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, হয়ত খুব তাড়াতাড়িই জার্সি বদল করবেন এই  বিধায়ক।

আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির কারবারিদের প্রশ্ন, সেখানে সভাতেই কি যোগ দেবেন হিরণ?

এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী দাবি করেছিল, বিজেপির একাধিক নেতা-বিধায়ক-সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ এমনকি, অভিষেক বন্দোপাধ্যায়কে কাঁথির সভা থেকে বলতে শোনা গিয়েছিল, "দরজা খুলব। ৫ সেকেন্ডের জন্য খুলব?" এবার কি তেমনই কোনও ঘটনা ঘটতে চলেছে। যদিও এদিনও গোটা বিষয়টি নিয়ে চুপ দুই শিবির।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Hiran Bjp: এবার কি তৃণমূলে 'ঘর ওয়াপসি'? বিজেপি বিধায়ক হিরণের ভাইরাল ছবি ঘিরে জোর শোরগোল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল