বিমানবন্দরে সোনা-বিতর্ক। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জড়িয়ে গুরুতর অভিযোগ। ভোটের মুখে ফয়দা তুলতে তা নিয়ে ময়দানে নেমেছিল বাম ও বিজেপি। অভিষেককে সামনে রেখে টার্গেট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের পালটা চ্যালেঞ্জ করেন অভিষেকও। সাংবাদিক সম্মেলন করে অভিষেক বলেন,‘‘২ কেজি কেন, ২ গ্রাম ছিল তা দেখান ৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে পাল্টা খোঁচা দেন বিরোধীরা ৷ তবে বিরোধীদের তর্জন গর্জনই সার। সোনা-বির্তকে কার্যত ক্লিনচিট মিলল রিপোর্টেই।
advertisement
ওই রিপোর্টে জানানো হয়েছে-
- শুল্ক দফতরের সিজার লিস্টে সোনার কোনও উল্লেখ নেই ৷
- কমিশনে রিপোর্ট দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা পুলিশ ও ডিইও ৷
রিপোর্ট খতিয়ে দেখে তা পাঠানো হবে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁর স্ত্রীকে জড়িয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ইতিমধ্যেই দিল্লির দফতরে পাঠানো হয়েছে।
