বাবুলের কথায়, "রাজনীতি ছাড়বো হৃদয় থেকেই বলেছিলাম (Babul Supriyo on TMC joining)। আমি বাঙালি হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কথাটা আমার মন থেকেই ছিল। যা ঘটার শেষ তিন চার দিনে ঘটেছে। আমার মেয়ের ভর্তি নিয়ে কথা হয়। আমার রাজনীতির ছাড়া ভুল ছিল সবাই আমাকে বলেছিল।"
বাবুল বলছেন, তখনই আমি সিদ্ধান্ত বদল করি। এই নতুন দায়িত্ব সম্পর্কে বাবুলের মত, "এটা আমার কাছে বড় অপরচুনিটি দল আমাকে দায়িত্ব দেবে। আমি নিজেই বাংলা ছড়ার কেন্দ্রীয় বাহিনী ছাড়ার চিঠি দিয়েছিলাম।"
আরও পড়ুন-তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়! মহানাটকের অবসান যে ভাবে...
বাবুল সুপ্রিয় জানান, সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বাবুলকে লাগে না তবে দল বললে যাবো।"
উল্লেখ্য ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, আলবিদা। তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছিলেন রাজনীতির কক্ষ থেকে বিদায় নিতে চলেছেন। বিজেপি তাঁকে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ডাকলেও বাবুল তাতে উৎসাহ দেখাননি। এদিকে শুক্রবারে বাবুলের নিরাপত্তা কমিয়ে আনা হয় কেন্দ্রের তরফের। ২৪ ঘণ্টাও গেলো না। বাবুল চলে এলেন তৃণমূলে। রাজ্য বিজেপির সঙ্গে তাঁর কখনোই সুসম্পর্ক ছিল না। এখন নতুন জার্সিতে বাবুল কতটা মানিয়ে নেন, সেটাই দেখার।
Reporter: আবীর ঘোষাল।