সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ টি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নানা ত্রুটির জন্য অনুমোদন করা যায়নি। এর মধ্যে জাতিগত শংসাপত্রের ত্রুটির কারণে অনুমোদন করা যায়নি ১৪ হাজার ৫৪৫ টি আবেদন। জেলাশাসকদের চিঠি পাঠিয়ে দ্রুত এই নথিগত ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর।
advertisement
আরও পড়ুন: গরমে এখন শুধুই 'ছুটি ছুটি' নয়! বিদেশি ধাঁচে থেকে এ রাজ্যেও চালু হতে চলেছে ‘সামার ক্যাম্প’
অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, গত বুধবারই জেলাশাসক, বিডিও, এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব নির্দেশ দেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোনও কাজ পড়ে না থাকে। দুয়ারে সরকার নিয়ে বুধবার মুখ্যসচিব প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও-দের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই যে পরিষেবা গুলিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই পরিষেবাগুলি যাতে ২০ এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া হয়, তার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাশাপাশি, এই দিনের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে, অবিলম্বে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত, দুয়ারে সরকার শুরু হওয়ার পরপরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে বলে সূত্রের খবর। সেই সমস্যার দূরীকরণ যাতে দ্রুত করে দেওয়া হয় তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷ তেমনটাই খবর নবান্ন সূত্রের। প্রসঙ্গত, সোমবারই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলোর মাধ্যমে আবেদন পত্র নেওয়ার কাজ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া।
ইতিমধ্যেই পরিষেবা দেওয়ার সময়সীমা তথা দুয়ারে সরকারের সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর., বুথ ভিত্তিক ৯৪, ৩৭৭ টি শিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। মোট ৫৮ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছে এই শিবির গুলিতে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ৩২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন এসেছে ৫ লক্ষ ৯১ হাজারেরও বেশি।
স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য ৩ লক্ষ ৪২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে ১১ লক্ষ ১৭ হাজার ২৮২টি আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, সবচেয়ে বেশি আবেদন এবং দুয়ারে সরকার শিবিরে অংশ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার মানুষ।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩ টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পেরেছেন সাধারণ মানুষ। পরিষেবা দেওয়ার জন্য প্রায় ১ লক্ষ ক্যাম্প তৈরি করার টার্গেট দেওয়া হয়েছে ইতিমধ্যে নবান্নের তরফে জেলাগুলিকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়